Home / চুলের যত্ন / প্রাকৃতিকভাবে মজবুত চুল পেতে সবজির পেস্ট

প্রাকৃতিকভাবে মজবুত চুল পেতে সবজির পেস্ট

চুলের যত্নে বা চুল(Hair) লম্বা করতে অনেকে নানা ধরনের ট্রিটমেন্ট করান। কিন্তু চুলের ভেতর থেকে পুষ্টি(Nutrition) জুগিয়ে চুল লম্বা করতে প্রাকৃতিক উপাদানই বেশি কার‌্যকর। স্বাস্থ্যোজ্জ্বল লম্বা চুল পেতে গাজর এবং পেঁয়াজের মতো সবজি(Vegetable) ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।চুল

প্রাকৃতিকভাবে মজবুত চুল পেতে সবজির পেস্ট

প্রাকৃতিকভাবে মজবুত চুল পেতে সবজির পেস্ট বানাবেন যেভাবে-

পেঁয়াজ: এক ফালি পেঁয়াজ(Onion) নিয়ে এর রস বের করে নিন। এতে দুই চা চামচ মধু(Honey) দিন। অনেকের পেঁয়াজের গন্ধ সহ্য হয় না, সেক্ষেত্রে গোলাপজল(Rose water) মেশাতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন।

আলু: দুই বা তিনটি আলু(Potato) ব্লেন্ড করে রস বের করে নিন। এতে এক টেবিল চামচ মধু(Honey), একটি ডিমের সাদা অংশ এবং সামান্য পানি মেশান। মিশ্রণটি মাথায় দিয়ে ৩০ মিনিট পর চুল পানি(Water) দিয়ে ধুয়ে ফেলুন।

রসুন: চুলের গোড়ায় রসুনের টাটকা রস ঘষুন। এতে চুল(Hair) পুনরায় গজাতে সহায়তা করবে।

ধনেপাতা: টাটকা ধনেপাতা কেটে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই রস মাথার ত্বকে লাগান। এক ঘণ্টা পর পানি(Water) দিয়ে ধুয়ে ফেলুন।

গাজর: কয়েকটি গাজর(Carrot) সেদ্ধ করে নিন। সেদ্ধ করা পানিসহ গাজর ব্লেন্ড করে নিন। পেস্টটি মাথার ত্বকে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Check Also

চুল

চুল ঘন ও কালো করার ঘরোয়া ৪টি উপায়

ঘন কালো সুন্দর চুল (Hair) সকলেরই বেশ পছন্দের। সেই প্রাচীনকাল থেকে মেয়েদের সৌন্দর্যের বর্ণনায় চুলের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *