Home / বিউটি টিপস / লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে ধরে রাখার কিছু ট্রিকস

লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে ধরে রাখার কিছু ট্রিকস

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো লিপস্টিক(Lipstick) দীর্ঘক্ষণ ঠোঁটে ধরে রাখার কিছু ট্রিকস সম্পর্কে। ঠোঁট রাঙানো সব মেয়েরাই পছন্দ করেন। নিজের ঠোঁটকে আকর্ষণীয় করতে নানা রঙে রাঙিয়ে তোলেন। কিন্তু মাঝে মাঝে লিপস্টিকের সঠিক ব্যবহার না জানায় পরতে হয় বিড়ম্বনায়। লিপস্টিক নষ্ট হয়ে গিয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। আবার ঠোঁটে(Lips) বেশিক্ষণ লিপস্টিক থাকেনা বলে বার বার ব্যবহার করতে হয়, যা স্বাস্থ্যের পক্ষে খারাপ। যদি লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে(Lips) ধরে রাখতে চান তবে অবলম্বন করতে পারেন নিচের কিছু ট্রিকস্‌।লিপস্টিক

লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে ধরে রাখার কিছু ট্রিকস

১/ প্রথমে লিপস্টিক লাগান। তার ওপরে পাউডার দিন। এবার হালকা করে টিস্যু পেপার দিয়ে দুই ঠোটেঁ(Lips)র মাঝে চাপা দিন।

২/লিপস্টিক এর ব্যবহার যথার্থ হতে হবে। আপনার ত্বক, পোশাক, ব্যক্তিত্ব, দিনের সময়, চেহারা এই সবকিছু মাথায় রেখেই লিপস্টিক বেছে নিতে হবে।
৩/মনে রাখতে হবে, যে লিপস্টিকই লাগান না কেন সরাসরি কখনো ঠোটেঁ(Lip) ওপর লাগাবেন না। লিপব্রাশ দিয়ে হালকা ভাবে লাগাবেন।

৪/ লিপস্টিক লাগানোর আগে জিভ দিয়ে ঠোঁট(Lip) সামান্য ভিজেয়ে নেবেন। লিপস্টিক ডানদিক থেকে বামদিকে লাগাবেন। ঠোটেঁর(Lip) কোণের জন্য সামান্য ফাঁক রাখবেন।

৫/ যাদের ঠোঁট মোটা তারা লিপস্টিক(Lipstick) লাগানোর আগে লিপ পেন্সিল দিয়ে ঠোঁটের বাইরের অংশ কিছুটা ছোড়ে একে নিন।

৬/লিপ পেন্সিল লাইনারের বাইরের অংশ কভার স্টিক ফাউন্ডেশন ও পাউডার দিয়ে ত্বকের রঙের সাথে মিলিয়ে দিনভর রাখতে পারেন।

৭/এরপর লিপ লাইন দিয়ে আঁকা ঠোঁটের(Lips) ভেতরের অংশ ভরে দিন পছন্দসই বা মানানসই লিপস্টিক দিয়ে।

৮/পাতলা ঠোঁট(Lips) যাদের তারা ঠিক ঠোঁটে(Lips) বর্ডার ধরে ভিতরটা রঙ করুন। যদি লিপস্টিক বর্ডার ছাপিয়ে বেরিয়েও যায় খুব একটা খারাপ লাগবে না। বরং ঠোঁটটা আরও ভরাট ও মোহনিয় দেখাবে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

মেকআপ

দ্রুত মেকআপ করার ৮টি সহজ পদ্ধতি

রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত। এরপর আসে ঈদ। আর সেখানে কর্মব্যস্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *