Home / স্বাস্থ্য টিপস / অর্জুন গাছের উপকারিতা জেনে নিন

অর্জুন গাছের উপকারিতা জেনে নিন

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো অর্জুন গাছের উপকারিতা সম্পর্কে। অর্জুন একটি বৃহৎ গাছ(Trees); ৫০/৬০ ফুট পর্যন্ত উঁচু হয়, পাতাগুলির আকার একটু বড় হলেও মানুষের জিভের মত কিন’ পাতার ধারগুলি খুব সরু দাঁত করাতের মত কিন’ মাংসল নয়, শক্ত। সমগ্র উপমহাদেশে কম-বেশী। এ গাছ(Trees) দেখা যায়।অর্জুন গাছের উপকারিতা

অর্জুন গাছের উপকারিতা জেনে নিন

এবার আসুন দেখে নেওয়া যাক অর্জুনের কিছু গুনাবলি :

হৃদরোগ(Heart disease) উপশমে অর্জুন ছাল ব্যবহৃত হয় । বর্তমানে বাজারে(Market) এর অনেক ওষুধ পাওয়া যায় । অর্জুন ছাল ভালোভাবে পেষণ করে চিনি(Sugar) ও গরুর দুধের সাথে প্রত্যহ সকালে খেলে হৃদরোগ এবং ধড়ফড় কমে যায় ।

রক্তে(Blood) নিম্ন চাপ থাকলে অর্জুনের ছালের রস সেবনে উপকার হয়।

রক্তক্ষরলে ৫-৬ গ্রাম ছাল রাতে পানি ভিজিয়ে রেখে সকালে ছেকে পানি(Water) খেলে আরোগ্য হয়।

শ্বেত বা রক্ত প্রদরে ছাল ভিজানো পানি আধ চামচ কাচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশম হয়।

ক্ষয়কাশে অর্জুনের ছালের গুড়া বাসক পাতার রসে ভিজিয়ে ঘি, মধু(Honey) মিশিয়ৈ খেলে উপকার পাওয়া যায়।

হাপানিতে অর্জুন ফল করে তামাকের মত ধোয়া টানলে উপকার হয়।

হানিযাতে অর্জুন ফল কোমরে বেধে রাখলে উপকার পাওয়া যায় । কাচা পাতার রস সেবনে আমাশয়(Dysentery) রোগ ভাল হয়।

হৃদপিন্ডের দুর্বলতা(Weakness) ও সাধারণ দুর্বলতায় ৩-৪ গ্রাম অর্জুন ছাল চূর্ন্য প্রত্যহ দুবার এক গ্লাস পারিমাণ দুধসহ সেব্য। এক মাস নিয়মিত সেবনে করে যাওয় আবশ্যক।

কাচা অজুনের ছাল ৫ গ্রাম পরিমান নিয়ে ভালোভাবে পিষে ঠান্ডা পানিসহ দুবার খেলে রক্ত আমাশয়ে বিশেষ উপকারী।

বিচূর্ণ্ ফল রক্তচাপ(Blood pressure) কমায়, মূত্রবর্ধ্ক ডিমেবে কাজ করে এবং লিভার সিরোসিস টনিক হিসেবে কাজ করে।

এর ছাল মুখ, জিহ্বা(Tongue) ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটি মাড়ির রক্তপাত বন্ধ করে।

এটি সংকোচন ও জ্বর(Fever) রোধক হিসেবেও কাজ করে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

পুদিনা পাতা

ইফতারে পুদিনা পাতা খেলে পাবেন ৮টি উপকারিতা

রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে পুষ্টিকর (Nutritious) খাবার খুবই জরুরি। তাই ইফতারির মেন্যুতে রাখতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *