Home / রান্না ঘর / বিরিয়ানি রান্নার সহজ কৌশল

বিরিয়ানি রান্নার সহজ কৌশল

বিরিয়ানি নাম শুনলেই জিভে জল চলে আসে। আর এই বিরিয়ানি(Biryani) খেতে ভালোবাসেন না এমন লোক খুব কমই আছে। কিন্তু অনেকে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বাড়িতে বানাতে পারেন না বলে আফসোস করেন। কিন্তু তাই বলে ভালো খাবার খাওয়া হবে না? নিশ্চয়ই হবে। এবার আপনি চাইলে বাড়িতেই রান্না করতে পারবেন দম বিরিয়ানি(Biryani)। এর জন্য আপনাকে কিছু ছোটখাটো পন্থা অবলম্বন করলেই হবে।বিরিয়ানি

বিরিয়ানি রান্নার সহজ কৌশল

তবে বাংলাদেশ জার্নালের পাঠকরা চলুন জেনে নেই ঝটপট বিরিয়ানি রান্নার সহজ রেসিপি-

উপকরণ

১. খাসির মাংস ২ কেজি

২. চাল ১ কেজি (পোলাউর চাল বা বাসমতি)

৩. জয়ফল, জয়ত্রি, এলাচ ও দারচিনি ২ চা চামচ

৪. আদা বাটা ১/২ (হাফ) কাপ

৫. রসুন(Garlic) বাটা ৪ চা চামচ

৬. টমেটো সস ১ কাপ

৭. মরিচ গুঁড়া ২ চা চামচ

৮. টক দই(Sour yogurt) ২ কাপ

৯. সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ

১০. জর্দ্দার রং সামান্য পরিমাণ

১১. গুড়া দুধ ৪ চা চামচ

১২. কেওড়া জল ৪ চা চামচ

১৩. লবণ(Salt) পরিমাণ মত

১৪. আলু ১ কেজি

১৫. শাহী জিরা ২ চা চামচ, তেজপাতা এবং লবঙ্গ

১৬. চিনি ২ চা চামচ (না দিলে সমস্যা নেই)

১৭. পেঁয়াজ বেরেস্তা ২ কাপ

১৮. এলাচ, দারচিনি ৫-৮টি

১৯. আলু বোখারা ৮-১০টি

২০. ঘি হাফ কাপ

২১. ময়দা ময়াম প্রয়োজন মত

২২. জাফরান হাফ চা চামচ

২৩. তেজপাতা(Bay leaf) এবং লবঙ্গ

২৪. কাঁচা মরিচ

২৫. তেল পরিমাণ মত

প্রণালি
প্রথমে খাসির মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ(Onion) বাটা, লাল মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া, জয়ফল, জয়ত্রী লবণ, টক দই(Sour yogurt) সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধাঘণ্টা ঢাকানা দিয়ে ঢেকে রেখে দিন। এবার অন্য আরেকটি পাতিলে তেল গরম দিন, গরম হলে সেখানে পেঁয়াজ(Onion) কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভাঁজুন। অর্ধেক ভাঁজা পেঁয়াজ তুলে রাখুন এবার গোটা গরম মসলা দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। নেড়েচেড়ে কষিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে অল্প পানি দেয়া যায়। খাসি রান্না হয়ে গেলে মাখা মাখা ঝোল থাকবে।

এখন বিরিয়ানির চালগুলো ভালো করে ধুয়ে ১৫-২০ মিনিট ঝরিয়ে রাখুন। এবার অন্য পাত্রে বিরিয়ানির ভাত তৈরি করার জন্য পরিমাণ মত পানি নিয়ে এতে দারুচিনি, তেজপাতা, শাহী জিরা, গুঁড়া দুধ ২-৩ চা চামচ দিয়ে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি থেকে ১ মগ পানি রেখে দিন এবং এতে গুড়া দুধ(Milk), ঘি, কেওড়া জল দিয়ে নেড়ে রেখে দিন। এখন চালগুলো আধা সিদ্ধ করে নামিয়ে ঝরিয়ে নিন।

এবার যেই পাত্রে মাংস রাখা হয়েছে তার উপর গরম ভাতটা সুন্দর করে বিছিয়ে দিন। তারপর রেখে দেয়া মগের পানিটা ভালো করে চারদিকে ছড়িয়ে দিন এবং আলু বোখারা, জাফরান(Saffron), বেরেস্তা, কাঁচা মরিচ, জর্দ্দা রং দিয়ে ঢেকে দিন। এখন ময়দার ময়াম দিয়ে পাত্রের চারদিকে আটকিয়ে দিন যাতে কোন দিক খোলা না থাকে। এবার চুলায় পাত্রটি বসিয়ে প্রথম ১০ মিনিট একটু বেশি আঁচে এবং পরবর্তী ৩০-৪০ মিনিট কম আঁচে প্রয়োজনে নিচে একটি তাওয়া দিয়ে দমে রাখুন। এখন পরিবেশন করুন গরম গরম মজাদার কাচ্চি বিরিয়ানি(Biryani)।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

কালা ভুনা

গরুর মাংসের কালা ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি

কালাভুনা খেতে কে না পছন্দ করে। খুবই সুস্বাদু এই কালা ভুনা পাতে থাকলে আর কোনো ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *