Home / স্বাস্থ্য টিপস / টক দই এর নানান উপকারিতা জেনে নিন

টক দই এর নানান উপকারিতা জেনে নিন

টক দই খেতে যেমন মজা তেমনি উপকারী। পেটের সমস্যা নিরসনে ও ওজন নিয়ন্ত্রণে টক দই (Sour yogurt) বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা বলেন, “টক দই স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত ট‘ক দই খেলে পেটের সমস্যা কমে, শরীর ঠাণ্ডা থাকে এবং ওজন (Weight) নিয়ন্ত্রণে সহায়তা করে।”টক দই

টক দই এর নানান উপকারিতা জেনে নিন

টক দইয়ের পুষ্টিগুণ
১। ট‘ক দইয়ে আছে প্রোটিন (Protein), ক্যালসিয়াম, ভিটামিন বি-সিক্স, টুয়েল্ভ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি।
২। ট‘ক দই প্রোবায়োটিক সমৃদ্ধ যা পেটের নানান সমস্যা দূর করে।
৩। এতে আছে নানান খনিজ উপাদান ও ভালো ব্যাক্টেরিয়া (Bacteria) যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
৪। প্রতি এক কাপ ট‘ক দইয়ে প্রায় ২৭০ মি.গ্রা. ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে সহায়তা করে।
৫। প্রোটিনের মাত্রা বেশি থাকায় ট‘ক দই খাওয়া ক্ষুধাভাব কমায় ফলে ওজন কমানো সহজ হয়।
৬। ভালো ব্যাক্টেরিয়া থাকায় অন্ত্র সুস্থ রাখে।
৭। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফলে বয়সের ছাপ (Age impression) ধীর হয়।
৮। রূপচর্চায় পিছিয়ে নেই ট‘ক দই।

রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভীন বলেন, “টক দই দিয়েই ত্বক ও চুলের যত্ন ঘরে বসে নেওয়া যায়”। সহজেই ট‘ক দই দিয়ে ত্বক (Skin) ও চুল পরিচর্যার উপায় জানান তিনি।

চুলের যত্নে টক দই

উপকরণ: ট‘ক দই, অ্যালো ভেরা ও মধু (Honey)।

তৈরি ও ব্যবহার পদ্ধতি: ট‘ক‘ দই ও অ্যালো ভেরা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে তাতে সামান্য মধু যোগ করুন। চুলে হালকা গরম তেল মালিশ করে প্যাকটি মাথার ত্বক (Skin) ও সম্পূর্ণ চুলে মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক চুলের আর্দ্রতা বজায় রাখে ও চকচকে-ভাব আনে।

ত্বকের যত্নে টক দই

উপকরণ: ট‘ক দই ও হলুদ গুঁড়া।

তৈরি ও ব্যবহার পদ্ধতি: দুই চা-চামচ ট‘ক দইয়ের সাথে এক চিমটি হলুদ (Turmeric) মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। প্যাকটি মুখসহ রোদপোড়া অংশে মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক দ্রুত রোদপোড়াভাব কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

খাবার

পেট ভরে খাবার খাওয়ার ভুলে হতে পারে যেসব রোগ

অনেকেই খাবার খাওয়ার সময় অনেকটাই খেয়ে ফেলেন। তবে পেট ভরে খাবার (Food) খাওয়া কিন্তু শরীরের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *