Home / নারী স্বাস্থ্য / মেয়েদের সুন্দর কোমর পেতে করণীয়

মেয়েদের সুন্দর কোমর পেতে করণীয়

বাড়তি মেদ ঝরিয়ে ছিপছিপে সেক্সি (Sexy) কোমর পাওয়ার ইচ্ছা সবারই থাকে! কিন্তু এর পিছনে ডায়েট এবং ব্যায়াম অসাধারণ ভূমিকা রাখতে পারে এটা সত্যি। কিন্তু কোমর মেদহীন রাখার পিছনে আরও একটি গোপন কৌশল রয়েছে! আর তা হল রাতের ভালো ঘুম। অনেকে ভাবতে পারেন বেশি ঘুমালে তো ওজন (Weight) বাড়ে! ঘুম কি করে মেদ কমাবে? তবে দেখে নিন কি করে পর্যাপ্ত ঘুম আপনার কোমর ছিপছিপে রাখে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।কোমর

মেয়েদের সুন্দর কোমর পেতে করণীয়

১) খাওয়া কম হয় : আপনার খিদে ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন (Hormone) লেপ্টিন এবং গ্রেলিন এর ওপর প্রভাব রাখে ঘুম। যথেষ্ট ঘুম না হলে লেপ্টিনের পরিমাণ কমে যায় এবং গ্রেলিনের পরিমাণ বেড়ে যায়, ফলে নিজের অজান্তেই অতিরিক্ত খাওয়া শুরু করেন আপনি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, যে মহিলারা যথেষ্ট ঘুমান না, অন্যদের তুলনায় তারা গড়ে ৩০০ ক্যালোরি (Calorie) বেশি গ্রহণ করে থাকেন।

২) পেটে মেদ জমতে দেয় না : অদ্ভুত হলেও সত্যি, দুশ্চিন্তা এবং বিষণœতা পেটে মেদ জমার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম আপনার দুশ্চিন্তা এবং বিষতা দুই-ই কম রাখে।

৩) মেদ জমার জন্য দায়ী জিনকে দমিয়ে রাখে: অনেক সময়ে বংশগত কারণেই আমাদের শরীরে জমে থাকে মেদ (Fat)। গবেষণায় দেখা যায়, যারা রাতে প্রয়োজনের চাইতে কম ঘুমিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এসব জিনের প্রভাব বেশি পরিলক্ষিত হয়।

৪) আপনাকে রাখে প্রাণবন্ত: রাতভর শান্তির ঘুম হবার পর সারাদিন যতই ব্যায়াম (Exercise) করুন না কেন, আপনি ক্লান্ত হবে না সহজে। আবার ব্যায়াম করার পর ঘুমটাও হবে ভালো। এতে তৈরি হয়ে যাবে সুস্থতার একটি চক্র যাতে কোমরের মেদ কমিয়ে ঝরঝরে হয়ে যেতে পারবেন আপনি। আর যদি ঘুম ভালো না হয়, তবে ব্যায়াম করতে ইচ্ছেই করবে না আপনার। ফলে মেদ কমানোর ইচ্ছেটাকেও ভুলে যেতে হবে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

স্তন

মেয়েদের বড় স্তন ছোট করার প্রাকৃতিক উপায়

মেয়েদের সৌন্দর্যের প্রধান আকর্ষণ হল উন্নত স্তনযুগল (Breast)। তাই, এই নিয়ে মেয়েরা সদা সতর্ক থাকে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *