Home / লাইফস্টাইল / নাভি দেখেই বুজে নিন নারীদের গোপন তথ্য

নাভি দেখেই বুজে নিন নারীদের গোপন তথ্য

জানেন কি নাভির আকারের সঙ্গে জড়িয়ে রয়েছে নারীদের চরিত্রের(Character) গোপন কথা। কোন নারী কেমন স্বভাবের তা জানার জন্য সহজ উপায় হচ্ছে তার না`ভি(Navel)। নাভির আকৃতি দেখেই একজন নারীর স্বভাব সম্পর্কে জানা যায়। শুধুমাত্র শারীরিক সৌন্দর্য(Physical beauty) দিয়ে নিশ্চয় সারা জীবন কাটানো সম্ভব নয়। তাই জানতে হবে কে কেমন মানুষ এবং কোন নারীর চরিত্র কেমন? চলুন তবে জেনে নেয়া যাক না`ভি(Navel) আকৃতি দেখে নারীদের গোপন তথ্য-নাভি

নাভি দেখেই বুজে নিন নারীদের গোপন তথ্য

গোল আকৃতির নাভি
যাদের না`ভি(Navel) গোল হয় সেই নারীরা খুব সরল ও সাদাসিধে এবং ঘরোয়া হয়। শাস্ত্র বলছে এই নারীরা সংসারে সুখ সমৃদ্ধি আনে।

গভীর নাভি
যে নারীদের না`ভি(Navel) গভীর হয় তারা বন্ধুত্ব করতে খুব ভালোবাসেন। শাস্ত্র বলছে এরা সংসারে সুখ ও সমৃদ্ধি আনে। ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা(Cheating) করে না।

চন্দ্রাকার নাভি
শাস্ত্র মতে যাদের না`ভি(Navel) চাঁদের মতো সেইসব নারীদের থেকে পুরুষদের দূরে থাকাই ভালো। কারণ এরা কারো উপর বিশ্বাস(Trust) করেন না।

নাভি যদি বাইরের দিকে বেরিয়ে থাকে
যদি কোনো নারীর না`ভি বাইরের দিকে বেরিয়ে থাকে তারা খুব সৌভাগ্যবতী(Good luck) হন। যেখানে এরা যান সেখানে ধন-সম্পত্তির কোনো কমতি থাকে না।

নাভির ভিতরের অংশ অনেকটা বাইরে থাকলে
সেক্ষেত্রে সেই নারীরা খুব কঠোর প্রকৃতির হয়। এটাও বলা হয় মা হতে গিয়ে এই নারীদের সমস্যার সম্মুখীন হতে হয়।
যাদের না`ভি(Navel) খুব সেন্সিটিভ হয়G যাদের না`ভি খুব সেন্সিটিভ তারা খুব হাসিখুশি হয়। কঠিন পরিস্থিতিতেও মুখের হাসি(Smile) বজায় থাকে এদের।

Check Also

পোশাকের যত্নে

বর্ষার দিনে পোশাকের যত্নে ৮ টিপস

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোশাক নিয়ে বেশ বিড়ম্বনায় থাকতে হয়। হঠাৎ বৃষ্টিতে পোশাক ভিজে যাওয়ার পর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *