Home / স্বাস্থ্য টিপস / মাস্ক থেকেও রয়েছে সংক্রমণের ঝুঁকি

মাস্ক থেকেও রয়েছে সংক্রমণের ঝুঁকি

করোনাভাইরাস থেকে ফেস মাস্ক আমাদের কতটা সুরক্ষা দিতে পারছে? বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষা দেওয়া তো পরের কথা, বেশ কিছু ক্ষেত্রে এই মাস্কেই লুকিয়ে রয়েছে বিপদ।মাস্ক

মাস্ক থেকেও রয়েছে সংক্রমণের ঝুঁকি

একটা বিষয় মাথায় রাখা দরকার। যে কোনও মাস্ক পরার বা খোলার সময় হাত পরিষ্কার রাখা জরুরি। না হলে, হাতে লেগে থাকা ময়লা, রোগ-জীবাণু মাস্কে লেগে যাবে এবং বাড়বে সংক্রমণে ঝুঁকি। তাই আগাম সতর্কতা হিসাবে মাস্ক পরার আগে ভাল করে স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।

নাক-মুখ ঢেকে থাকার পরও হাঁচি-কাশি চলতে থাকলে ওই মাস্ক বেশিক্ষণ পরে না থাকাই ভাল। কারণ এক্ষেত্রেও বাড়বে সংক্রমণে ঝুঁকি।

বাতিল করা মাস্ক যেখানে সেখানে ফেলা যাবে না। খোলা জায়গায় বাতিল করা মাস্ক ফেললে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তাই উপযুক্ত সতর্কতা আর পরিচ্ছন্নতায় করোনাভাইরাসের প্রকোপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।

মাস্ক পরার পর অনেকেই মাঝে মধ্যে সেটিকে মুখের ঠিক জায়গায় আনতে হাত দিয়ে ফেলছেন। এর ফলে হাতের জীবাণু মাস্কে লেগে যাচ্ছে। ফলে উল্টে বিপদের আশঙ্কাই বাড়ছে।

Check Also

হাড়

শিশুদের হাড় ভালো রাখে যে ৫টি খাবার

শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার হাড়ের যত্ন (Bone Care) নেওয়া জরুরি। এক্ষেত্রে তার খাবারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *