Home / রূপচর্চা / মেকআপ করে নিন মাত্র ৫ মিনিটেই

মেকআপ করে নিন মাত্র ৫ মিনিটেই

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো মাত্র ৫ মিনিটেই কী ভাবে আপনার মেকআপ(Makeup) করে নিতে পারেন। কর্মব্যস্ত দিনে তৈরি হন দ্রুত। ঘর থেকে বের হওয়ার আগে ঝটপট মেইকআপ করার কিছু পন্থা জেনে নিলে যে কোন সময় সহজেই হয়ে যাবেন রেডি। আজ থাকছে এরকমই কিছু কৌশল।মেকআপ

মেকআপ করে নিন মাত্র ৫ মিনিটেই

বিবি ক্রিম
চট জলদি মেইকআপের সময় ফাউন্ডেশন(Foundation) বাদ দিয়ে বেছে নেওয়া যেতে পারে এসপিএফ যুক্ত বিবি ক্রিম। পরিমাণ মতো ক্রিম নিয়ে পুরো মুখে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে পুরো মুখে ছড়িয়ে দিতে হবে। বিবি ক্রিম(BB cream) ত্বককে রোদের হাত থেকে বাঁচাবে, পাশাপাশি ফাউন্ডেশনের কাজও করবে। আর এটি ত্বকের সঙ্গে মিশিয়ে দিতে বেশি কসরতও করতে হবে না।

কনসিলার
ত্বকে কোনো ধরনের দাগ না থাকলে কনসিলারের প্রয়োজন হয় না। তবে অসম গায়ের রং এবং ব্রণ(Acne) বা দাগ লুকাতে কনসিলার ব্যবহার জরুরি। চোখের নিচে, নাকের দু’পাশে এবং ব্রণ ও কালো দাগের উপর কনসিলার(Concealer) লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড বা মিশিয়ে নিতে হবে।

ব্লাশ
বেইস মেইকআপ হয়ে যাওয়ার পর গালে হালকা ব্লাশ(Blush) বুলিয়ে নেওয়া যায়। এর সঙ্গে সামান্য ব্রোঞ্জার ব্যবহার করে মুখ কন্টুয়ার করে নেওয়া যেতে পারে। গালের উঁচু অংশ বা ‘অ্যাপল’য়ে মানানসই রংয়ের ব্লাশ ব্যবহার করলেই ত্বকে আলাদা এক ধরনের আভা যুক্ত হবে।

কাজল ও মাস্কারা
সকালে ভারি করে চোখ সাজানোর সময় যদি না হয় তবে হালকা কাজল এবং চোখের পাপড়িতে মাস্কারা বুলিয়ে নিলেই চোখের সাজ হয়ে যাবে।

লিপস্টিক
ম্যাট লিপস্টিক(Lipstick) লাগাতে সময় একটু বেশি লাগে। তাই তাড়াহুড়ার সময় ম্যাট লিপস্টিকের বদলে লিপগ্লস বেছে নেওয়া যেতে পারে। গোলাপি বা পিচ রংয়ের বিভিন্ন শেইড বা পছন্দ মতো অন্য যে কোনো রংয়ের লিপগ্লস ব্যবহার করে ঠোঁটের মেইকআপ শেষ করা যায়।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

শীতে রূপচর্চা

শীতে রূপচর্চা করতে নারকেল তেল ও অলিভ অয়েল

চুলচর্চায় তেল অপরিহার্য। এমনকি এ নিয়ে একটি প্রবাদও রয়েছে। তেলে চুল(Hair) তাজা। অর্থাৎ চুলের যত্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *