Home / ত্বকের যত্ন / ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক ডে ক্রিম

ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক ডে ক্রিম

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো ত্বকের ধরন অনুযায়ী সঠিক ডে ক্রিম(Day cream) সম্পর্কে। ত্বকের সুরক্ষার জন্য আমাদের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে এই সময়ে। শীতকালের আগমন এখনো ঘটেনি কিন্তু আবহাওয়া এবং ত্বকের(Skin) শুষ্কতা থেকে ঠিকই টের পাওয়া যাচ্ছে শীতের আগমন। ত্বকের পরিচর্যা সব চাইতে জরুরী হয়ে দাঁড়ায় এই সময়েই। আর তাই ত্বকের সঠিক সুরক্ষা করতে সঠিক ডে ক্রিম(Cream) বেছে নেয়া জরুরী, শীত ও গ্রীষ্ম দুই মৌসুমেই।ডে ক্রিম

ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক ডে ক্রিম

ডে ক্রিম(Day cream) এমন হওয়া উচিত যা দিনের সারাটা সময় ত্বকের ওপরে একটি প্রতিরক্ষা বন্ধনী তৈরি করতে পারে। যা ত্বকের সাথে একেবারে ভালো করে মিশে যায়। শুধু মুখ নয় গলা এবং বুকের উপরিভাগেও ব্যবহার করা উচিত ত্বকের জন্য উপযোগী ডে Cream । তাই ত্বকের জন্য উপযুক্ত ‘ডে Cream ’ বেছে নেয়ার সময় অনেক সতর্ক থাকা উচিত। জেনে নিন সঠিক Cream নির্বাচনের কিছু টিপস।

১) ঋতুর দিকে নজর রাখুন
গ্রীষ্মে যে ডে ক্রিমটি আপনার ত্বকের জন্য উপযুক্ত হবে শীতকালে কিন্তু তা হবে না। গ্রীষ্মে প্রয়োজন ত্বককে হাইড্রেট রাখা এবং রোদ থেকে সুরক্ষা করা। এবং শীতকালে এমন একটি ক্রিমের প্রয়োজন হয় যা আপনার ত্বককে ময়েসচারাইজ(Moisturizer) রাখতে পারে পুরো দিন।

২) এসপিএফ সমৃদ্ধ ক্রিম(Cream) নির্বাচন করুন
যে ঋতুই হোক না কেন ত্বককে রোদের হাত থেকে মুক্ত রাখা সব চাইতে বেশি জরুরী। সানস্ক্রিন ব্যবহার করা উচিত প্রত্যেক দিন। তাই সব চাইতে ভালো হয় যদি একই সাথে সানস্ক্রিন(Sunscreen) ও ময়েসচারাইজিংএর কাজ করতে পারে এমন কোনো ক্রিম(Cream) বেছে নিতে পারেন। উচ্চ এসপিএফ সমৃদ্ধ ডে Cream নির্বাচন করুন ত্বকের সঠিক সুরক্ষায়।

৩) ত্বকের ধরণ বুঝে নিন
আপনার ত্বকের ধরণের ওপরেও অনেকটা নির্ভর করে আপনার Cream নির্বাচন। আপনার ত্বক যদি শুষ্ক ও রুক্ষ হয়, অথবা তৈলাক্ত হয় তবে একেক ধরণের ক্রিম(Cream) ব্যবহার করতে হবে। প্রথমে নিজের ত্বকের ধরণ বুঝে নিন। তারপর ত্বকের ধরণের সাথে মিলিয়ে সঠিক ‘ডে Cream টি বেছে নিন।

৪) বয়স অনুযায়ী ক্রিম(Cream) পছন্দ করুন
ত্বকের ধরণ বুঝে যেমন আলাদা Cream নির্বাচন করা উচিত ঠিক তেমনই একেক বয়সের মানুষের ত্বকের জন্য একেক ধরণের ক্রিমের প্রয়োজন রয়েছে। টিনএজ মেয়েদের জন্য যে ক্রিমটি উপযোগী হবে তা ত্রিশ বছর বয়েসি নারীর জন্য উপযোগী নয়। তাই Cream নির্বাচনের ক্ষেত্রে বয়সের দিকটাও ভেবে দেখুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

ত্বকের সুরক্ষায়

ত্বকের সুরক্ষায় রোদে বের হওয়ার আগে করণীয়

ত্বকের সুরক্ষায় রোদে বের হওয়ার আগে করণীয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের প্রচণ্ড ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *