Home / স্বাস্থ্য টিপস / শীতে খেজুরের যত উপকারিতা

শীতে খেজুরের যত উপকারিতা

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো খেজুরের উপকারিতা সম্পর্কে। শীতের সময়ে সুস্থ থাকতে নিয়মিত খেজুর(Date) খেতে পারেন। খেজুরে রয়েছে ফাইবার, উপকারী তেল, ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, কপার, ভিটামিন বি৬, ভিটামিন কে এবং আরও নানাবিধ খনিজ উপাদান। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা(Immunity) বাড়াতে খেজুর খেতে পারেন।খেজুরের যত উপকারিতা

শীতে খেজুরের যত উপকারিতা

আসুন জেনে নিই শীতে খেজুর খেলে যত উপকার-

১. একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে খেজুরে থাকা ডায়াটারি ফাইবার, পটাশিয়াম(Potassium), অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর ব্রেনসেলের ক্ষমতা বাড়ায়।

২. খেজুরে থাকা ভিটামিন সি ও ডি ত্বকের বলিরেখা(Wrinkle line) দূর করে এবং প্রাণবন্ত ও উজ্জ্বল করে তোলে।

৩. ডায়াটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের(Cholesterol) মাত্রা কমতে শুরু করে। ফলে হঠাৎ করে হার্টঅ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা কমে।

৪. প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে নিয়মিত এই ফল খেলে পেটের কোনে রোগই হয় না। বদহজম(Indigestion), কোলাইটিস ও হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

৫. প্রতিদিন তিনটে করে খেজুর খেলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে ক্যান্সার(Cancer) হওয়ার ঝুঁকি কমে।

৬. খেজুর দৃষ্টিশক্তির ভালো রাখে এবং চোখের রোগের প্রকোপ কমে।

৭. শরীরে আয়রনের ঘাটতি পূরণে খেজুর(Date) খেতে পারেন। এ ছাড়া খেজুরে থাকা সালফার কম্পাউন্ড অ্যালার্জির মতো রোগ প্রতিরোধ করে।

৮. একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খাওয়া শুরু করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে রক্তচাপ(Blood pressure) নিয়ন্ত্রণে চলে আসে দ্রুত।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

হাড়

শিশুদের হাড় ভালো রাখে যে ৫টি খাবার

শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার হাড়ের যত্ন (Bone Care) নেওয়া জরুরি। এক্ষেত্রে তার খাবারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *