Home / রান্না ঘর / কলাপাতায় চিকেন বারবিকিউ বানিয়ে ফেলুন সহজেই

কলাপাতায় চিকেন বারবিকিউ বানিয়ে ফেলুন সহজেই

কয়লায় না পুড়িয়ে হাতের কাছে থাকা ঘরোয়া সরঞ্জাম দিয়েই বানিয়ে ফেলতে পারেন কলাপাতার চিকেন বারবিকিউ (Chicken barbecue)।চিকেন বারবিকিউ

কলাপাতায় চিকেন বারবিকিউ বানিয়ে ফেলুন সহজেই

উপকরণ

  • একটি আস্ত মুরগি (চাইলে চার টুকরো করে নিতে পারেন)
  • নারকেল তেল (পরিমাণমতো)
  • ৪টি কলাপাতা
  • বালু বা ছাই
  • লবণ
  • গোটা এলাচ ২টি
  • গোটা দারচিনি ২ টুকরো
  • লবঙ্গ ২টি
  • কাঁচামরিচ বাটা ১ চা চামচ
  • হলুদ ১ চা চামচ
  • আদা(Ginger) বাটা চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • পেঁয়াজ বাটা ৪ চা চামচ
  • জিরা গুড়া ২চা চামচ
  • এলাচ গুড়া আধা চা চামচ
  • দারচিনি গুড়া আধা চা চামচ
  • গোলমরিচ গুড়া –আধা চা চামচ
  • লেবুর রস(Lemon juice) ১ কাপ

প্রস্তুত প্রণালী

  • প্রথমে আস্ত মুরগি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
  • মুরগির গায়ে ফালি ফালি করে পুরো মুরগিতে নারকেল তেল মাখিয়ে নিতে হবে।
  • এরপর ১ চা চামচ হলুদ ও পরিমাণমতো লবণ মাখিয়ে একটি কড়াইতে ৪ কাপ পরিমাণ পানিতে লবঙ্গ, দারচিনি টুকরো ও এলাচ(Cardamom) দিয়ে অল্প আঁচে মুরগিটি সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • আদা বাটা, রসুন(Garlic) বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা গুড়া, এলাচ গুড়া, দারচিনি গুড়া ও সামান্য গোলমরিচ গুড়া মিশিয়ে মিহি পেস্ট করে লেবুর রস(Lemon juice) মিশিয়ে নিন।
  • সেদ্ধ মুরগির পানি ছাড়িয়ে তাতে মসলার পেস্টের মিশ্রণ হাত দিয়ে ভালোমতো মাখিয়ে নিন।
  • চারটি বড় কলাপাতায় নারকেলের তেল(Coconut oil) মেখে সেই পাতায় মুরগিটি ভালোভাবে পেঁচিয়ে পাঁচ ঘণ্টা ম্যারিনেট করুন।
  • এরপর একটি তাওয়ায় কিছু বালু বা ছাই গরম করে চুলার আঁচ কমিয়ে বালু বা ছাই গরম করুন।
  • তারওপর ওপরে একটি ধাতব ট্রেতে কলাপাতা মোড়ানো মুরগিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রতিটি পাশ কমপক্ষে ১৫ মিনিট করে বেক করুন।
  • যাদের মাইক্রোওয়েভ ওভেন(Microwave oven) আছে তারা ওভেনেও বেক করে নিতে পারেন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

লাচ্ছা সেমাই

ঈদে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরির রেসিপি শিখে নিন

ঈদের সকালে মিষ্টিমুখ না করলে ঈদ আনন্দ উপভোগ্য হয় না। আর বিভিন্ন সেমাইয়ের মধ্যে লাচ্ছা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *