Home / রান্না ঘর / ঘরেই তৈরি করুন টমেটো ও মাংসের মজাদার সস

ঘরেই তৈরি করুন টমেটো ও মাংসের মজাদার সস

পাস্তা কিংবা স্পেগেটির সঙ্গে খাওয়ার জন্য ঘরেই তৈরি করতে পারেন টমেটো ও মাংসের মজাদার মিট সস(Meat sauce)। এই সস চার দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন।সস

ঘরেই তৈরি করুন টমেটো ও মাংসের মজাদার সস

আসুন জেনে নিই রেসিপি-

উপকরণ
মাংসের কিমা আধা কেজি, অলিভ অয়েল(Olive oil) পরিমাণমতো, পেঁয়াজ একটি (কুচি), গাজর ১টি (কুচি), রসুন ৪ কোয়া (কুচি), শুকনো বেসিল ২ টেবিল চামচ, শুকনো অরিগ্যানো আধা চা চামচ, টমেটো(Tomato) পিউরি ৩ কাপ।

গোলমরিচের গুঁড়া(Pepper powder), পাপরিকা ও চিলি ফ্লেকস সামান্য, লবণ স্বাদমতো ও ধনিয়াপাতা ২ চা চামচ।

প্রণালি
প্রথমে অলিভ অয়েল(Olive oil) গরম করে মাংসের কিমা মাঝারি আঁচে ভেজে নিন। বাদামি হয়ে গেলে উঠিয়ে রাখুন। এর পর একই প্যানে পেঁয়াজ(Onion), রসুন ও গাজর কুচি দিয়ে ভাজুন ৫ মিনিট। ভাজা মাংস(Fried meat) দিয়ে নেড়ে নিন।

টমেটো পিউরি, আধাকাপ পানি, স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিন। শুকনো অরিগ্যানো, শুকনো বেসিল, পাপরিকা ও ধনিয়াপাতা(Coriander leaf) দিন। কম আঁচে রান্না করুন।

ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন। ঘন হয়ে গেলে ধনেপাতা(Coriander leaf) কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

Check Also

গরুর মেজবানি

গরুর মেজবানি মাংস রান্না করার সহজ টিপস

মেজবানি মাংস রান্নার রয়েছে বেশকিছু কৌশল। এই রান্নার আসল বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মসলা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *