Home / নারী স্বাস্থ্য / পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়। পিরিয়ডের সময় জরায়ুতে চাপ পড়ে। জরায়ুর পেশিতে সংকোচন-প্রসারণের জন্য পেটে যন্ত্রণা (Pain) হয়। ব্যথার তীব্রতা ছড়িয়ে পড়তে পারে কোমর ও শরীরে। কিছু উপায় রয়েছে, যা পিরিয়ডের ব্যথা কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। নারীদের পিরিয়ড (Period) বা ঋতুস্রাব একটি প্রাকৃতিক প্রক্রিয়া। মাসের বিশেষ এ দিনগুলোতে হরমোনের পরিবর্তন হয়। ওই সময় পেটে ব্যথা হয় অনেকের। এমনকি শরীরও ব্যথা হতে পারে। এ ছাড়া মুড সুইং বা মেজাজ ওঠানামা, ক্লান্তি, অবসাদ তো রয়েছেই।পিরিয়ডের ব্যথা

পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

অনেকেই ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পিরিয়ডের সময় ব্যথার কারণ এবং তা কীভাবে কমানো যায়, সেটি জানিয়েছেন ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের মেডিক্যাল অফিসার ফারহানা শিশির।

পিরিয়ডের ব্যথার কারণ
পিরিয়ডের সময় জরায়ুতে চাপ পড়ে। জরায়ুর পেশিতে সংকোচন-প্রসারণের জন্য পেটে যন্ত্রণা হয়। ব্যথার তীব্রতা ছড়িয়ে পড়তে পারে কোমর ও শরীরে।

কিছু উপায় রয়েছে, যা পিরিয়ডের ব্যথা (Period pain) কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।

হট ওয়াটার ব্যাগ
পিরিয়ডের ব্যথা কমাতে হট ওয়াটার ব্যাগ বা গরম পানির সেঁক বেশ কার্যকর হতে পারে। এটিই প্রাকৃতিক উপায়ে ব্যথা কমানোর প্রাথমিক ধাপ। পেটে গরম পানির সেঁক দিলে ব্যথা (Pain) অনেক কমে গিয়ে আরামবোধ হয়।

কিছু খাবার রয়েছে, যেগুলোও পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে।

ক্যামোমাইল টি
পিরিয়ডের সময় ক্যামোমাইল টি উপকারে আসতে পারে। এ চায়ের রয়েছে ‘অ্যান্টি ইনফ্লেমেটরি’ এবং ‘অ্যান্টি স্প্যাসমোডিয়্যাক’ বৈশিষ্ট্য, যা ঋতুস্রাবজনিত ব্যথা অনেকটাই কমাতে সক্ষম। এই চা পানের সঙ্গে সঙ্গে দেহে ‘গ্লাইসিন’ নামক একটি উপাদান তৈরি হয়, যা স্নায়ুকে নিস্তেজ করে দেয়। এতে যন্ত্রণা কম হয়।

আদা চা
পিরিয়ডের ব্যথা (Period pain) থেকে মুক্তি পেতে চা পান করলে ব্যথা অনেকটাই কমে। আদা ব্যথা কমানো, বমি ভাব দূর করতে ভূমিকা রাখে।

ওষুধ
এ ক্ষেত্রে প্যারাসিটামল কাজ করে না, তবে দুই-একটি হালকা ডোজের পেইন কিলার দেয়া যায়। সবচেয়ে বড় রিমেডি হট ওয়াটার ব্যাগ।

আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।

Check Also

পিরিয়ডের ব্যথা

শীতে পিরিয়ডের ব্যথা কমানোর ৫ উপায়

শীতে পিরিয়ডের ব্যথা কমানোর ৫ উপায়। পিরিয়ডের ব্যথায় মাসের কয়েকটা দিন খুবই অস্বস্তিতে কাটে নারীদের। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *