Home / রান্না ঘর / মসুর ডালের পোলাও রেসিপি শিখে নিন

মসুর ডালের পোলাও রেসিপি শিখে নিন

বর্ষা আসন্ন। বর্ষায় খিচুড়ি (Khichuri) তো অনেক খেয়েছেন, এ বার বানিয়ে দেখুন মুসুর ডালের পোলাও। আবহাওয়া দফতর বলছে, আর কটা দিনের মধ্যেই বর্ষা নামবে। আর বর্ষায় খিচুড়ির চেয়ে উপাদেয় পদ বোধহয় আর হয় না। তবে অনেকেরই একঘেয়ে খিচুড়ি মোটেই পছন্দ নয়। তাই একবার বানিয়ে নিয়ে দেখতে পারেন মসুর ডালের পোলাও (Lentil Pulao)। একদম অন্য স্বাদের এই পদটি পছন্দ হবে প্রায় সব ভোজন রসিকদেরই।মসুর ডালের পোলাও

মসুর ডালের পোলাও রেসিপি শিখে নিন

মুসুর ডালের পোলাও বানাতে লাগবে:

১। ৩০০ গ্রাম দেরাদুন চাল।

২। ১৫০ গ্রাম মুসুর ডাল।

৩। ২টো বড় মাপের পেঁয়াজের কুচি।

৪। ২টো টমেটো কুচি।

৫। ৪-৫টা বড় এলাচ।

৬। ৪-৫টা লবঙ্গ।

৭। ২-৩টে শুকনো লঙ্কা।

৮। ১ চামচ জিরে।

৯। ২ টো তেজ পাতা।

১০। ১ চামচ হলুদের গুঁড়ো।

১১। ৩ চামচ আদা বাটা।

১২। ২ কাপ নারকেলের দুধ।

১৩। ১ কাপ বেরেস্তা।

১৪। স্বাদ মত লবন।

১৫। পরিমাণ মতো ঘি।

মুসুর ডালের পোলাও বানানোর পদ্ধতি:

রান্না করার আগে আলাদা আলাদা পাত্রে চাল ও ডাল ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন এবং রান্নার আগে ভালো করে জল ঝরিয়ে নিন। ননস্টিক প্যান গরম করে তাতে ঘি (Ghee) দিয়ে একে একে তেজ পাতা, শাহ জিরে, লবঙ্গ, বড় এলাচ, শুকনো লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ (Onion) কুচি, সামান্য হলুদের গুঁড়ো ও লবন দিয়ে নাড়িয়ে নিন।

এরপর জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে ৭-৮ মিনিট রান্না করুন। এবার এতে নারকেলের দুধ দিয়ে মিশিয়ে দিন এবং প্রয়োজনে উষ্ণ জল দিয়ে, ঢেকে মিনিট পাঁচেক রাখুন। এরপর এতে চাল, চিনি, লবন (Salt) ও বেরেস্তা দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে হালকা ভাবে নেড়ে প্রয়োজনে উষ্ণ জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করুন।

রান্না হয়ে গেলে নামানোর আগে উপর থেকে ঘি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মুসুর ডাল পোলাও।

আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।

Check Also

লাচ্ছা সেমাই

ঈদে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরির রেসিপি শিখে নিন

ঈদের সকালে মিষ্টিমুখ না করলে ঈদ আনন্দ উপভোগ্য হয় না। আর বিভিন্ন সেমাইয়ের মধ্যে লাচ্ছা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *