Home / স্বাস্থ্য টিপস / জেনে নিন গাজরের উপকারিতা সম্পর্কে

জেনে নিন গাজরের উপকারিতা সম্পর্কে

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো গাজরের উপকারিতা সম্পর্কে। গাজর পুষ্টিগুণসম্পন্ন সবজি(Vegetable)। কাঁচা গাজর, সালাদ, জুস বা তরকারিতেও গাজর দুর্দান্ত মানায়। চোখ, ত্বক, চুল(Hair) ও শরীরের অন্যান্য অংশের জন্যও গাজরের উপকারিতা প্রচুর। আসুন, গাজরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই-গাজরের উপকারিতা

জেনে নিন গাজরের উপকারিতা সম্পর্কে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গাজরে ভিটামিন সি থাকে, যা শরীরে কোলাজেন তৈরি হওয়া বৃদ্ধি করে; ফলে দেহে কোনো ক্ষত হলে তা দ্রুত সেরে ওঠে। এ ছাড়া গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা(Immunity) বাড়ায়।

ডায়াবেটিসের সমস্যা কমায়
গাজর ফাইবারে পরিপূর্ণ। গবেষণা অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করলে গ্লুকোজ মেটাবলিজম উন্নতি লাভ করে। তাই ডায়াবেটিসের রোগীদের গাজর(Carrot) খাওয়া আবশ্যক।

গর্ভাবস্থা
গর্ভাবস্থায় গাজরের রস পান খুবই উপকারী। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব হয় না। যেসব মায়েরা বাচ্চাকে স্তন্যপান করান, তাঁদের নিয়মিত গাজরের রস(Carrot juice) পান করা উচিত।

পোড়া সারাতে
আগুনে পোড়া ব্যক্তির জ্বালা-ব্যথা দূর করতে গাজর বেটে লাগানো যেতে পারে। কাঁচা গাজর পিষে পোড়া জায়গায় দিলে জ্বালা কমে। পোড়া জায়গায় গাজরের রস প্রয়োগ করলে ব্যথা(Pain) দূর হয়।

বদহজম
গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া, বদহজম ইত্যাদি নিরাময় হয়। আধ কাপ গাজরের রসে সামান্য সৈন্ধব লবণ(Sea salt) মিশিয়ে দিনে প্রায় চার বার খেলে ডায়রিয়া নিরাময় হয়। লিভারের রোগে আক্রান্ত রোগীর গাজরের রস, গাজরের স্যুপ পান করলে উপকার হয়।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

অ্যাসিডিটি

ওষুধ ছাড়াই অ্যাসিডিটি কমানোর ‍ঘরোয়া উপায়

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির (Acidity) সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। সব বয়সীদেরই এই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *