Home / চুলের যত্ন / চুলের যত্নে ডিম ব্যবহারের পদ্ধতি জেনে নিন

চুলের যত্নে ডিম ব্যবহারের পদ্ধতি জেনে নিন

চুলের যত্নে ডিম ব্যবহারের পদ্ধতি জেনে নিন। ঘন কালো ও মসৃণ চুল(Hair) কে না চায়। কিন্তু এই শীতে মাথার ত্বক রুক্ষ হয়ে যায়। খুশকি(Dandruff) বাড়ে। তা ছাড়া চুল পড়ার প্রবণতা তো অনেকেরই আছে। তবে এ থেকে মুক্তির উপায়ও আছে। সপ্তাহে ব্যবহার করতে পারেন ডিমের প্যাক(Egg pack)। দ্রুত চুল লম্বা করার অব্যর্থ ওষুধ ডিম। ডিমে থাকে প্রোটিন(Protein), যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মাথার ত্বকের পুষ্টি বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।চুলের যত্নে ডিম

চুলের যত্নে ডিম ব্যবহারের পদ্ধতি জেনে নিন

চুল(Hair) ঘন করতে ডিমের জুরি মেলা ভার। ডিমের কুসুমের মধ্যে থাকা বায়োটিন চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে চুলকে ময়েশ্চারাইজ করে। আসুন, চুলে কীভাবে ডিম(Egg) ব্যবহার করবেন, তা জেনে নিই—

ডিম ও অলিভ অয়েলের প্যাক
একটা পাত্রে দুটি ডিম ও দুই টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল(Extra Virgin Olive Oil) নিন। দুটি উপকরণ খুব ভালো করে মেশান। চুলে আর স্ক্যাল্পে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু(Shampoo) দিয়ে চুল ধুয়ে ফেলুন।

ডিম, দুধ ও মধুর প্যাক
চুল মজবুত করার জন্য দুধ খুব উপকারী। দুধে থাকা প্রোটিন চুল(Hair) মজবুত করে। চুলে পুষ্টি জোগায়। মধু চুলকে ময়েশ্চারাইজ করে। একটি পাত্রে দুটি ডিম, দুই চামচ মধু ও দুই টেবিল চামচ দুধ(Milk) নিয়ে ভালো করে মেশান। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এটি করতে পারেন।

ডিম, মধু ও লেবুর প্যাক
ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন লেবু ও মধু(Honey)। প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সবচেয়ে ভালো ফল পেতে প্যাক লাগানোর আগের দিন রাতে চুলে হালকা গরম তেল ম্যাসাজ(Massage) করে নিন।

ডিম ও দইয়ের প্যাক
দইয়ের সঙ্গে ডিম(Egg) মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার চুলের গোড়ায় খুব ভালো করে লাগান প্যাকটি। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

তবে মনে রাখবেন, ডিম দিয়ে তৈরি প্যাক ব্যবহারের পর সব সময় ঠাণ্ডা পানি দিয়ে চুল(Hair) ধোবেন। গরম বা হালকা গরম পানি ব্যবহার করবেন না।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

চুল

চুল ঘন ও কালো করার ঘরোয়া ৪টি উপায়

ঘন কালো সুন্দর চুল (Hair) সকলেরই বেশ পছন্দের। সেই প্রাচীনকাল থেকে মেয়েদের সৌন্দর্যের বর্ণনায় চুলের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *