Home / বিউটি টিপস / ঠোঁটের কালো দাগ দূর ও গোলাপী আভা ফিরে আনার কার্যকরী কয়েকটি উপায়

ঠোঁটের কালো দাগ দূর ও গোলাপী আভা ফিরে আনার কার্যকরী কয়েকটি উপায়

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো ঠোঁটের কালো দাগ(Black spots) দূর ও গোলাপী আভা ফিরে আনার কার্যকরী কয়েকটি উপায় সম্পর্কে। আধুনিক জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস, অতিরিক্ত রোদ, ও ধূমপানসহ নানা কারণে ঠোঁট (lip) কালচে হয়ে যায়। অনেকে মনে করেন একবার ঠোঁট কালচে হয়ে গেলে আবার আগের রঙ ফিরিয়ে আনা বেশ কঠিন ও খরচসাপেক্ষ। কিন্তু ঘরে যত্ন নিয়ে কালচে ঠোঁটে (lip) আনতে পারেন গোলাপী আভা।ঠোঁটের কালো দাগ

ঠোঁটের কালো দাগ দূর ও গোলাপী আভা ফিরে আনার কার্যকরী কয়েকটি উপায়

লেবু ও মধুর মিশ্রণঃ সমপরিমাণ লেবু ও মধু(Honey) মিশিয়ে ঠোঁটে লাগান। ১ ঘণ্টা রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এভাবে যতবার ইচ্ছে লাগাতে পারেন। আর এই মিশ্রণটি ফ্রিজে প্রায় ১ সপ্তাহের মতো রেখে ব্যবহার করতে পারবেন। দেখবেন কিছুদিনের মাঝেই আপনার ঠোঁটের রঙ পরিবর্তন হতে শুরু করেছে।

স্ট্রবেরির রসঃ দুই চা চামচ স্ট্রবেরি রসের সঙ্গে এক চামচ পেট্রোলিয়াম জেলি(Petroleum jelly) মিশিয়ে ঠোঁটে(lip) হালকা করে ঘষে রেখে দিন। মিশ্রণটি প্রতিদিন ব্যবহারে ঠোঁটে গোলাপী আভা ফিরে আসে।

লেবুর রসঃ লেবুর রস(Lemon juice) খুব ভালো একটি ব্লিচিং উপাদান হিসেবে বিবেচিত। ঠোঁটের কালো দাগ দূর করতে লেবুর রস খুবই কার্যকরী একটি উপকরণ। প্রতিদিন নিয়ম মেনে সামান্য লেবু চিপে তাজা রসটি দিয়ে ঠোঁট(lip) খুব ভালো ভাবে ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে নিবেন। কয়েকদিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দেখবেন।

বরফঃ যে কোন দাগের ওপর বরফ ঘষলে সেই দাগ হালকা হয়ে যায় অনেকেই বরফের এই গুনটি সম্পর্কে ধারনা রাখেন না। প্রতিদিন ঠোঁটে(lip) এক টুকরো বরফ ঘষবেন। বরফ ঠোঁটের আদ্রর্তার পরিমান ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রান দেবে। এমনকি সাথে আপনার ঠোঁটের কালচে ভাব দূর করবে।

দুধের সরঃ প্রাচীন কাল থেকেই দুধের সরের মাধ্যমে ঠোঁটের (lip)গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। আপনিও এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনার ঠোঁটের হারানো গোলাপি আভা ফিরে পেতে পারেন। একটি বাটিতে দুধের সরের সাথে মধু(Honey) মিশিয়ে ঠোঁটে লাগাবেন। আপনার ঠোঁটে (lip)প্রতিদিন বেশ কয়েকবার ব্যবহার করবেন। এই পদ্ধতি ব্যবহারে আপনার ঠোঁটের কালো দাগ দূর হয়ে ফিরবে গোলাপি আভা।

চিনিঃ প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে অনেক কাজেই চিনি ব্যবহার করা হয়। ত্বকের জন্য স্ক্রাবিং করা যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও স্ক্রাবিং করা ততটা গুরুত্বপূর্ণ। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের (lip) কালচে ভাব দূর হওয়ার সাথে সাথে ঠোঁটের (lip) মরা চামড়াও দূর হয়ে যায়। ৩ চামচ চিনির সাথে ২ চামচ বাটার একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিবেন। সপ্তাহে অন্তত ২ বার এই মিশ্রণটি দিয়ে ঠোঁট স্ক্রাব করবেন। এতে আপনার ঠোঁটের (lip) মরা চামড়া দূর হবে এবং ঠোঁটের কালো দাগ দূর হয়ে ঠোঁটে গোলাপি আভা আসবে।

মধুঃ মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা আপনার ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। আপনার ঠোঁটের (lip) ত্বকও এর ব্যতিক্রম নয়। মধু ব্যবহারের মাধ্যমে আপনার ঠোঁট থেকে কালচে ভাব দূর করার সাথে সাথে আপনার ঠোঁটকে আরো কোমল করে তুলবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য একটু মধু ঠোঁটে (lip)লাগিয়ে সারারাত রাখবেন। প্রতিদিন শোবার পূর্বে কয়েক সপ্তাহ এভাবে ঠোঁটে (lip)মধু লাগাবেন। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের কালচে ভাব দূর হবে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

ত্বকের উজ্জ্বলতা

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ৬টি ফেসপ্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক (Skin) ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *