Home / ত্বকের যত্ন / শীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন

শীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন

শীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন । শীতের আগমনের আগ দিয়ে অনেকের ত্বকই শুষ্ক হয়ে উঠতে শুরু করেছে। ঠোঁট (Lip) ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা সবকিছু যেন জানান দিচ্ছে, আসছে শীত! শীত যত বাড়বে, ততোই পাল্লা দিয়ে কমবে আমাদের ত্বকের আর্দ্রতা।ত্বকের পরিচর্যায় গ্লিসারিন

শীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন

আগেকার দিনে শীতের মধ্যে এত এত ব্র্যান্ডের কোল্ড ক্রিম, লোশন (Lotion) ইত্যাদির ব্যবহার ছিল না। আমাদের মা-দাদীরা সেসময় ত্বকের আর্দ্রতা রক্ষায় নির্ভর করতেন গ্লিসারিনের ওপর।

শীত জেঁকে বসার আগে আপনিও ত্বকের যত্নে শুরু করতে পারেন গ্লিসারিনের ব্যবহার। গ্লিসারিন (Glycerin) ত্বকের স্বাভাবিক পানি ধরে রাখে। পাশাপাশি বলিরেখা ও দাগছোপ কমায়। ফলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায়।

তবে গ্লিসারিন যেহেতু ভারি প্রকৃতির তাই ত্বকের উপর সরাসরি মাখা যায় না। এতে ত্বক চিটচিটে হয়ে ওঠে। গোলাপ জল (Rose Water) অথবা সরাসরি পানির সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে উপকার পাবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা সমপরিমাণ গ্লিসারিন, গোলাপজল ও জলপাই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

টোনার হিসেবেও ব্যবহার করা যায় গ্লিসারিন। স্প্রে বোতলে মিনারেল ওয়াটার নিয়ে এতে ২-৩ ফোঁটা গ্লিসারিন (Glycerin) মিশিয়ে নিন। এই টোনার মুখে স্প্রে করলে ত্বকে পানির পরিমাণ ঠিক থাকবে।

ঠোঁটের কালচে ভাব দূর করতে গ্লিসারিনের জুড়ি নেই। গ্লিসারিন ও গোলাপের পাঁপড়ির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস (Lemon juice) মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।

১ চামচ মুলতানি মাটি (Multani soil) ও ১ চামচ কাঠবাদামের পেস্ট একসঙ্গে মিশিয়ে এতে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা ভোগাবে না।

এ ছাড়া শীতকালে সবার একটি সাধারণ সমস্যা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া। সেক্ষেত্রে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে গোড়ালি পরিষ্কার করে নিন। এরপর গ্লিসারিন (Glycerin) লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত ব্যবহার করলে পা ফাটার সমস্যা দূর হবে এবং গোড়ালি থাকবে মসৃণ।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

ডার্ক সার্কেল

ডার্ক সার্কেল দূর করতে চোখের ওপর রাখুন টি ব্যাগ

মানসিক চিন্তা, পর্যাপ্ত ঘুমের অভাবের পাশাপাশি হরমোনার ইমব্যালেন্স ডার্ক সার্কেলের অন্যতম কারণ। ডার্ক সার্কেল (Dark ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *