Home / স্বাস্থ্য টিপস / বুকে ব্যথা হলে আপনার করণীয়

বুকে ব্যথা হলে আপনার করণীয়

বুকে ব্যথা (Chest pain) অনেক রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তাই ব্যথা হলে কোনো সময় ক্ষেপণ না করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।বুকে ব্যথা

বুকে ব্যথা হলে আপনার করণীয়

কারণ
হার্ট অ্যাটাক (Heart attack), হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কমে যাওয়া, হৃৎপিণ্ডের ভালভের কোনো সমস্যা, হৃৎপিণ্ডের প্রদাহ, খাদ্যনালির প্রদাহ, খাদ্যনালিতে ফুটো হলে, ফুসফুসের ক্যান্সার (Cancer), যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ভেতর বাতাস বা পানি জমলে, বুকের মাংসপেশিতে ব্যথা, পাঁজরের হাড়ে আঘাত পেলে, বক্ষপিঞ্জরে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, পেটের আলসার, পাকস্থলীর এসিড কোনো কারণে খাদ্যনালিতে উঠে এলে, অগ্ন্যাশয় ও পিত্তথলির প্রদাহ এবং মানসিক উদ্বেগ থেকে বুকে ব্যথা (Chest pain) হতে পারে।

এসবের মধ্যে হৃদরোগজনিত বুকের ব্যথা আমাদের সবচেয়ে বেশি ভয়ের কারণ।

বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর কারণ হৃদরোগ। এগুলো দ্রুত চিহ্নিত করা জরুরি।

লক্ষণ
– বুকে চাপ চাপ ব্যথা অনুভূত হওয়া, যা বুকের এক পাশে বা বুকজুড়ে থাকতে পারে। এই ব্যথা অনেক সময় বাম হাত, গলা, নিচের চোয়াল এমনকি ডান হাতে ছড়িয়ে পড়তে পারে

– পেটের উপরিভাগেও এই ব্যথা (Pain) থাকতে পারে

– নিঃশ্বাস বন্ধ হয়ে আসা

– বুক ধড়ফড় করা বা অস্থির লাগা

– ঘাম হওয়া

– বমি বমি ভাব হওয়া

– মাথা ঘোরা বা ঝিমঝিম করা

– সাধারণত ডায়াবেটিক (Diabetic) ও বয়স্ক রোগীরা এই ব্যথা অনুভব করতে পারেন না।

হার্ট অ্যাটাক হলে তাঁরা ঘামতে থাকেন এবং ক্লান্তি অনুভব করেন।

করণীয়
কোনো কারণে বুকে ব্যথা (hest pain) হচ্ছে তা অনেক সময় রোগী বা তাঁর স্বজনরা বুঝতে পারেন না। তাই নিরাপত্তার কথা ভেবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বুকের ব্যথাকে হৃদরোগ থেকে সৃষ্ট ব্যথা মনে হলে, রোগীকে ৩০০ গ্রাম এসপিরিন ওষুধ খাইয়ে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে।

আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।

Check Also

হাড়

শিশুদের হাড় ভালো রাখে যে ৫টি খাবার

শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার হাড়ের যত্ন (Bone Care) নেওয়া জরুরি। এক্ষেত্রে তার খাবারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *