Home / স্বাস্থ্য টিপস / করোনা নেগেটিভ মানে কি আপনি সুস্থ

করোনা নেগেটিভ মানে কি আপনি সুস্থ

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে(Coronavirus) আক্রান্তদের মধ্যে এক কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনা নেগেটিভ হলে আপনি পুরোপুরি সুস্থ হয়েছেন বিষয়টি এমন নয়। কারণ চীনে সুস্থ হওয়া প্রায় এক-তৃতীয়াংশের শরীরে নতুন করে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এ ছাড়া দক্ষিণ-দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত(Infected) হয়েছে।করোনা

করোনা নেগেটিভ মানে কি আপনি সুস্থ

তবে এখন প্রশ্ন হলো– আপনি পুরোপুরি সুস্থ কিনা বুঝবেন যেভাবে, আর কেন বা এই ভাইরাস(Virus) আবার ফিরে আসছে শরীরে?

ভাইরাস(Virus) দ্বিতীয়বার কেন ফিরছে

প্রধান দুটি কারণে এই ভাইরাস আবারও শরীরে ফিরে আসতে পারে। এই দুই কারণ হলো-

১. সুস্থ হওয়ার পর শরীরে যে এন্টিবডি(Antibody) তৈরি হয়েছে, তা এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাওয়া।

২. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা(Immunity) কম থাকা।

করোনার যেহেতু কোনো ওষুধ(Medicine)নেই, তাই এই রোগ শরীরে ঢুকলে এর সঙ্গে লড়াই করে এন্টিবডি। প্রথম পর্যায়ে ভাইরাস(Virus) মারা গেলেও তা অনেক সময় নাক ও গলার সংযোগস্থলে আটকে থাকতে পারে। ফলে টেস্ট করলে অনেক সময় দ্বিতীয়বার পজিটিভ আসতে পারে।

আর সময়ের সঙ্গে শরীরের এন্টিবডি(Antibody) কমতে শুরু করে, তখন ভাইরাস নতুন করে মাথাচাড়া দেয়।

কারা দ্বিতীয়বার আক্রান্ত(Infected) হতে পারে

কারা দ্বিতীয়বার আক্রান্ত(Infected) হবেন তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে যাদের মৃদু উপসর্গ ও জটিলতা কম থাকে, তাদের ক্ষেত্রে হতেও পারে।

করোনা(Corona) ভালো হওয়ার পর যা করবেন

করোনার সংক্রমণ সেরে যাওয়ার পরও কাশি কয়েক সপ্তাহ থাকা, শরীর দুর্বল, অবসাদ(Exhaustion) ও ক্লান্তি লাগতে পারে।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর পরবর্তী ১৪ দিন বাড়িতে খানিকটা সামাজিক দূরত্বের(Social distance) নিয়ম মানতে হবে। এ ছাড়া মানতে হবে স্বাস্থ্যবিধি। সুযোগ থাকলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার পরীক্ষা করাতে পারেন।

Check Also

উচ্ছে

গরমে উচ্ছে খেলে পাবেন যেসব উপকার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা তীব্র তাপপ্রবাহ (Heat wave) বয়ে যাচ্ছে। একইসঙ্গে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *