Home / লাইফস্টাইল / ভাতের মাড় কি কি কাজে ব্যবহার করা যায়? জানলে আর কখনো ফেলে দিবেন না

ভাতের মাড় কি কি কাজে ব্যবহার করা যায়? জানলে আর কখনো ফেলে দিবেন না

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো ভাতের মাড় এর কিছু ব্যবহার সম্পর্কে। ভাতের মাড়কে ক্যালোরিসমৃদ্ধ সুষম খাবার(food) বলে বিবেচনা করা যায়। ভাতের(rice) মাড় হলো চালের নির্যাস। এই নির্যাস ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের(rice)মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ।ভাতের মাড়

ভাতের মাড় কি কি কাজে ব্যবহার করা যায়? জানলে আর কখনো ফেলে দিবেন না

চীন ও জাপানে ভাতের(rice) মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম(Calcium), ম্যাঙ্গানিজ ও কপার এই ছয়টি উপাদান আবিস্কার করেছেন। ভাতের (rice)মাড়ের স্বাস্থ্য উপকারিতা

১। ভাতের মাড় দেহে শক্তি ও কার্বোহাইড্রেট বৃদ্ধি করে।

২। পেটের সমস্যা রোধ করে।

৩। ক্যানসার(Cancer) রোধে সাহায্য করে।

৪। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রনে রাখে।

৫। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখে।

ভাতের মাড়ের সৌন্দর্য উপকারিতা

১। ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার হয়।

২। মুখের ত্বকে যেই ছোট ছোট ক্ষত থাকে তা সাড়াতে ভাতের (rice)মাড় খুব উপকারী।

৩। ভাতের মাড় দিয়ে চুল(Hair) পরিষ্কার করুন দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে। তবে আপনি যখন ভাত রান্না করবেন যতটুকু পানি সবসময় দেন তার থেকে একটু বেশি পানি দিবেন, এরপর ঠাণ্ডা হলে ভাতের(rice) মাড় আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

ছাদ

অতিরিক্ত গরমে ছাদ ঠান্ডা রাখার যত উপায়

গ্রীষ্মকালসহ অন্যান্য উষ্ণ ঋতুগুলোতে বহুতল আবাসিক এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন একদম ওপরের তলার বাসিন্দারা। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *