Home / লাইফস্টাইল / যে ৬টি কারণে পুরুষরা সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করেন

যে ৬টি কারণে পুরুষরা সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করেন

যারা বিয়ে(Marriage) করেছেন, তারা মনে করেন একাই ভালো ছিলাম। আবার যারা বিয়ে করেননি, তারা ভাবেন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন আবার অনেকে মনের মতো সঙ্গীর খোঁজ করে চলেছেন প্রতিনিয়ত। আবার ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিবাহিত জীবন(Married life) সম্পর্ক ও প্রেমের সম্পর্কে অনেকের অনিহা কাজ করে।সিঙ্গেল

যে ৬টি কারণে পুরুষরা সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করেন

অনেকের ধারণা, বিবাহিত জীবন(Married life) বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে জীবন স্বাভাবিক ছন্দ বা স্বাধীনতা হারাবে! আর এমনি যুক্তিতে অনেক পুরুষ একা থাকতে পছন্দ করেন। তবে সব পুরুষের একা(Alone) থাকার কারণ অন্যরকম।

মার্কিন অধ্যাপক ও মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা চালিয়ে ২০ হাজারেরও বেশি সিঙ্গেল(Single) পুরুষের মতামত সংগ্রহ করা হয়েছে। এসব মতামতকে ৪৩ বিভাগে ভাগ করা হয়। এই উত্তরগুলো বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা মোট ছটি কারণ জানতে পারেন।

‘ইভলিউশনারি সাইকোলজিক্যাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে এই ৬টি কারণ।

আসুন জেনে নিই পুরুষের একা(Alone) থাকার পেছনের ৬ কারণ-

১. পুরুষেরা সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে আত্মবিশ্বাসের(Confidence) অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়।

২. অনেক পুরুষ বলেছেন, সম্পর্ক(Relationships) এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা খুব বেশি মাথা ঘামাতে চান না।

৩. অনেক পুরুষ সম্পর্ক ভাঙার কারণ দেখিয়ে নারীদের আর বিশ্বাস(Faith) করতে পারেন না।

৪. সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬৬০ জনেরও বেশি পুরুষের উত্তর ছিল— তারা দেখতে ভালো নয় বলে একা(Alone) থাকতে চান।

৫. অনেক পুরুষ বলছেন, সম্পর্ক(Relationships) গড়তে তাদের কোনো রকম ইচ্ছেই নেই।

৬. তবে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে জানা গেছে, অনেক পুরুষ নাকি বলতে পারে না। লাজুক(Shy) হওয়ার কারণে নারীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে জড়তা অনুভব করেন। তাই তারা একা থাকতেই পছন্দ করেন।

Check Also

ঘর ঠান্ডা

এই গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কৌশল জেনে নিন

এই গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কৌশল। দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *