Home / লাইফস্টাইল / পুরুষের কাছে যা লুকোতে চায় নারী

পুরুষের কাছে যা লুকোতে চায় নারী

পুরুষের কাছে যা লুকোতে চায় নারী। প্রেমে মরিয়া হয়ে সে আপনাকে হাজারোবার হাজারো কথা বলবে। কিন্তু ওই কথাতেই কী তাঁর মনের গহিনের সন্ধান পাবেন আপনি। নারীর মনে যে ভাব খেলা করে তা সব সময় তাঁর মুখে ফোটে না। এটা শুধু এমন নয় যে, সব কথা বলতে সে ভয় পায়। বরং অনেক সময়ই তাঁর একান্ত জগত্টায় আপনাকে প্রবেশাধিকার দিতে চায় না সে।পুরুষের কাছে

পুরুষের কাছে যা লুকোতে চায় নারী

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাম্প্রতিক জরিপে বেশ কিছু নারীর কাছে প্রশ্ন করা হয়েছিল ‘ছেলেবন্ধুর কাছে কী লুকোতে চান আপনি?’ একা বা কোনো একটি সম্পর্কে আবদ্ধ ওই নারীরা এ বিষয়ে প্রথমে মুখ খুলতেই চাচ্ছিলেন না। পরে নির্ভীক ও সাহসীভাবেই নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা। ওই জরিপ (Survey) থেকে উঠে আসা শীর্ষ পাঁচটি বিষয় এখানে তুলে ধরা হল-

বড় নয়, ছোট্ট কথা
মনে হতে পারে যে প্রিয়তমার সবচেয়ে নিবিড় অভিজ্ঞতাগুলোও আপনি জেনে গেছেন, হয়তো সেটাই সত্যি। দু’জনের জীবনের জন্যে গুরুত্বপূর্ণ (Important) সেসব কথা আপনার কাছে সে লুকোবে না। কিন্তু সে হয়তো খুবই অগুরুত্বপূর্ণ কিছু মজার অভিজ্ঞতা আপনার কাছে লুকিয়ে থাকতে পারে। এটা আর কিছুই নয়। সমাজে নারীর চরিত্রকে সব সময় যে কষ্টিপাথরে মাপা হয় তারই ফলাফল। কেননা তাঁর মনে এ ভাবনা থাকতে পারে যে আপনিও এ থেকে তাঁকে বিচার করবেন। এছাড়া আরেকটি বিষয় ভেবেও মেয়ে-বন্ধুটি এমন কিছু ছোট্ট কথা লুকিয়ে থাকতে পারে যে আপনি এতে অনিরাপদ বোধ করবেন বা ঈর্ষান্বিত হয়ে যাবেন। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে প্রশ্নটা বেশিরভাগ নারীকে খুবই বিব্রত করে তা হল, পুরুষদের চিরায়ত জিজ্ঞাসা- ‘আমি কি তাঁর চেয়ে ভালো?’

মেয়েলি আলাপ
সবকিছু পারলেও আপনি কখনোই মেয়েদের ঘরোয়া রাজ্যে ঢুকে পড়তে পারবেন না। যদি না মেয়ে-বন্ধু আর তাঁর সখীদের আলাপের সময় লুকিয়ে ওদের ঘরে ঢুকে পড়েন বা আড়ি পাতেন। মেয়েরা নিজেদের মধ্যে অন্তরঙ্গ (Intimate) আলাপচারিতায় যে ভাষায় কথা বলে ধরে নিন তা আপনার অজানাই রয়ে যাবে। আর অন্যতম যে কারণে এই নারী-রাজ্যে পুরুষের প্রবেশাধিকার থাকে না তা হল সখীর গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। এছাড়া তাঁরা মনেই করেন যে নারী-রাজ্যের এই দুয়ারটি পুরুষের জন্য তালা মেরে রাখাই ভালো।

সাজসজ্জার টুকিটাকি
আপনি মুগ্ধ হয়ে ভাবতে পারেন যে সারাদিন ধরে ও এতো পরিপাটি টিপটপ থাকে কী করে! এটা নিশ্চিত যে তাঁর সাজসজ্জার টুকিটাকিগুলো আপনার জানা নেই। উনি চান যে আপনি সব সময়ই এটা ভেবে বিস্মিত হন যে এই রূপের রহস্য কী! কোথা থেকে কীভাবে এটা পারে সে! কিছু পুরুষেরা হয়তো এটা অনুমান করতে পারে যে, এর পেছনে নানান বাহারি প্রসাধনীর (Cosmetic) হাত রয়েছে। কিন্তু এটাই তো ঠিক যে আপনি হয়তো কখনোই জানবেন না যে হাতব্যাগে বা মেকআপ বক্সে কোথায় কী লুকিয়ে আছে!

পুরোনো প্রেমের কথা
কথায় আছে ভালোবাসা (Love) ছাড়া নারী বাঁচে না। তাঁর সমগ্র অস্তিত্ব জুড়ে থাকে ভালোবাসা। তা সে স্বামী-সন্তান-সংসার বা তাঁর কাজ যাই হোক না কেন। নিজের সঙ্গে জড়িয়ে থাকে এমন সবকিছুকেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখে সে। পুরোনো প্রেমিকের বিষয়ে নিজের বর্তমান অবস্থার কথা আপনাকে তিনি বলতেই পারেন। যেমন হয়তো আপনিও বলেছেন তাঁকে। কিন্তু এ বিষয়ে নারীরা সচেতন। আগের কথা বলে আপনাকে আহত করতে চাইবে না সে। ফলে যতটা সম্ভব বিষয়টি আড়ালেই রাখতে চায় তাঁরা। আর কেউ কেউ এমনও বলেছেন যে, পুরোনো প্রেমিক সম্পর্কে এমন ধারণাই তাঁরা দিতে চান, যাতে আপনি নিশ্চিন্ত থাকবেন।

বাপের বাড়ির কথা
এমন হওয়াটাই কাম্য যে, যার যার আত্মীয়-স্বজন আর বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক নিয়ে দুজনেই দুজনের বিষয়ে সচেতন আপনারা। এ বিষয়ে বোঝাপড়া (Understanding) থাকাটাই ভালো। তবে ঐতিহাসিকভাবে আমাদের সমাজে বাপের বাড়ির লোকজন নারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে আসতে হয় বলে এ বিষয়ে তাঁর ব্যাকুলতা যাতে আপনাকে কোনোভাবেই বিব্রত না করে সে বিষয়ে সচেতন থাকেন বেশিরভাগ নারীরা। নিজের মা-বাবা-বোন-ভাইয়ের জন্যে তাঁর প্রাণ কেমন করতেই পারে। এ নিয়ে সহমর্মিতায় সে খুশি হবে, কিন্তু কখনোই এমন উত্সাহে আপনি প্রশ্রয় পাবেন না যা কিনা বাপের বাড়ির গোপনীয়তা ভেঙে দিতে পারে।

আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।

Check Also

মেঝেতে ঘুমানোর

গরমে মেঝেতে ঘুমানোর স্বাস্থ্য উপকারিতা জানেন কী?

গরমে মেঝেতে ঘুমানোর স্বাস্থ্য উপকারিতা জানেন কী? তীব্র তাপদাহে পুড়ছে দেশ। এমন দিনে একটুর স্বস্তির ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *