Home / বিউটি টিপস / যেসব উপাদান সরাসরি ব্যবহারে ত্বকের ক্ষতি হয়

যেসব উপাদান সরাসরি ব্যবহারে ত্বকের ক্ষতি হয়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন ঘরেই থাকছেন সবাই। লকডাউনের এই সময়ে সবকিছুর মতো সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠানগুলোও বন্ধ। ফলে ঘরে বসেই ত্বকের যত্ন(Skin care) নিতে হচ্ছে। বাসায় থাকা উপাদানগুলো দিয়েই ত্বকের যত্ন নেয়া যায়। তবে কিছু উপাদান আছে, যেগুলো সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত না।ত্বকের

যেসব উপাদান সরাসরি ব্যবহারে ত্বকের ক্ষতি হয়

আসুন জেনে নেই সেই উপাদানগুলো সম্পর্কে-

লেবু
লেবুতে অ্যাসিড থাকে, ফলে সরাসরি ব্যবহার করলে ত্বকের অত্যন্ত ক্ষতি হতে পারে। তবে কয়েকটি উপাদান মিলে প্যাক তৈরি করে তাতে সামান্য লেবু(Lemon) যোগ করতে পারেন। মনে রাখা ভালো, লেবুযুক্ত প্যাক পুরো ত্বকে ব্যবহারের আগে সামান্য একটু লাগিয়ে দেখবেন। অসুবিধা না হলে ব্যবহার করবেন।

টুথপেস্ট
অনেকে ব্রণের সমস্যার জন্য টুথপেস্ট(Toothpaste) ব্যবহার করেন। মনে রাখা ভালো, টুথপেস্টও সরাসরি লাগালে ত্বকে র‌্যাশ ও কালচে ছোপ দেখা দিতে পারে।

বেকিং সোডা
লেবুর মতো বেকিং সোডাও(King soda) সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত না। যাদের অত্যন্ত সংবেদনশীল ত্বক, তাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

ভিনেগার
ত্বক পরিচর্যায় সরাসরি ভিনেগার ব্যবহার করলে ত্বক(Skin) বিবর্ণ হয়ে যেতে পারে। তাই এব্যাপারেও সতর্ক থাকুন।

লবণ ও চিনি
লবণ(Salt) ও চিনির দানা সরাসরি লাগালে ত্বকের মসৃণতা নষ্ট হয়।

ত্বক(Skin) অত্যন্ত সংবেদনশীল। না বুঝে কোন উপাদান ত্বকে ব্যবহার করা উচিত না। এতে উপকারের চেয়ে ক্ষতিই হয়।

Check Also

মেকআপ

দ্রুত মেকআপ করার ৮টি সহজ পদ্ধতি

রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত। এরপর আসে ঈদ। আর সেখানে কর্মব্যস্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *