Home / বিউটি টিপস / নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট

নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো নারকেল তেল(Coconut oil) দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট সম্পর্কে। চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমরা জানি। কিন্তু এই সাধারণ নারকেল তেল দিয়ে চুলের যত্নে ব্যবহার ছাড়াও বিউটি প্রোডাক্ট(Beauty products) তৈরি করা যায়। নারকেল তেল ত্বকের যত্নে যেমনি ব্যবহার করা যায় তেমনি আপনার প্রতিদিনের সাজের সঙ্গীও হয়ে দাড়ায়!বিউটি প্রোডাক্ট

নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট

কীভাবে? আপনার এই প্রশ্নের উত্তর দিতেই আজকের লেখনি। নিচে নারকেল তেল দিয়ে এমন সব বিউটি প্রোডাক্ট(Beauty products) তৈরির উপায় তুলে ধরা হল যা আপনি নিজেই আরও কিছু উপাদান যোগার করে কম খরচে আর অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন।

চোখের সাজে আই লাইনার

উপকরণ
২ চা চামচ নারকেল তেল
২ চা চামচ অ্যালভেরা জেল(Aloe vera gel)
১-২ Activate Charcoal ক্যাপসুল (কালো লাইনার)
অথবা ১/২ চা চামচ Cocoa Powder(ব্রাউন লাইনার)

প্রণালী
– সবগুলো উপাদান একসাথে একটি পাত্রে মিশিয়ে নিন।

– পছন্দ অনুযায়ী ব্ল্যাক লাইনারের জন্য Activate Charcoal আর ব্রাউন লাইনারের জন্য Cocoa Powder

– এবার একটি এয়ারটাইট জারে মিশ্রণটি ঢেলে নিলেই তৈরি হয়ে গেল আই লাইনার।

দাঁতের যত্নে টুথপেস্ট

উপকরণ
২ টেবিল চামচ নারকেল তেল
৬ টেবিল চামচ বেকিং সোডা(Baking soda)
১০ ফোটা মিন্ট অয়েল(Mint oil)
১/২ চা চামচ মিহি সি সল্ট

প্রণালী
– সব উপকরণ একটি পাত্রে নিয়ে নিন।

– খুব ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত সব কম্বিনেশন মিলে একটি ক্রিমি মিশ্রণে রূপ না নিচ্ছে।

– একটি কাচের জারে আপনার তৈরি করা টুথপেস্ট রেখে ব্যবহার করুন।

ঠোঁটের যত্নে লিপ বাম

উপকরণ
১ টেবিল চামচ নারকেল তেল
১ টেবিল চামচ প্রাকৃতিক মোম
১ চা চামচ অলিভ অয়েল(Olive oil)
অথবা ১ চা চামচ রেড পাম অয়েল

প্রণালী
– হলুদ রংয়ের জন্য অলিভ অয়েল(Olive oil) আর লাল/ কমলা রংয়ের লিপ বামের জন্য রেড পাম অয়েল

– একটি কাচের পাত্রে সব উপকরণ নিয়ে নিন।

– চুলায় আঁচ বাড়িয়ে দিয়ে একটি বড় পাত্রে পানি নিয়ে তার উপর কাচের পাত্রটি রেখে জাল দিন।

– চুলার আঁচে সব উপকরণ গলে একসাথে মিশে যাবে।

– এবার যে পাত্রে রাখতে চান সেটাতে ঢেলে নিন।

– ঠাণ্ডা হতে সময় দিন। এরপর ঠোঁটে প্রতিদিন এপ্লাই করুন।

হ্যান্ড স্ক্রাব

উপকরণ
১ টেবিল চামচ নারকেল তেল
২ টেবিল চামচ মধু(Honey)
১/৪ কাপ সি সল্ট
১/৪ কাপ চিনি
১ টেবিল চামচ লেবুর রস(Lemon juice)

প্রণালী
– প্রথম দুটি উপাদান অর্থাৎ নারকেল তেল এবং মধু(Honey) একটি পাত্রে নিন।

– বাকি উপাদান আরেকটি পাত্রে নিয়ে ততক্ষন পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়।

– এবার সল্ট লবণ লেবুর রসের ক্রিমি পেস্টটি মধুআর নারকেল তেলের মিশ্রনে ঢেলে মিশিয়ে নিন।

– কাচের পাত্রে এই স্ক্রাবারটি রেখে ব্যবহার করুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

মেকআপ

দ্রুত মেকআপ করার ৮টি সহজ পদ্ধতি

রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত। এরপর আসে ঈদ। আর সেখানে কর্মব্যস্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *