Home / স্বাস্থ্য টিপস / প্রতিদিন মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

প্রতিদিন মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

প্রাণঘাতী করোনাভাইরাসের(Coronavirus) তাণ্ডবে দিশেহারা মানুষ। হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়ানো ও সংক্রমণ রোধ করতে মাস্ক(Mask) পরার ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও মাস্ক(Mask) পরা নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। ফলে করোনাভাইরাস(Coronavirus) প্রতিরোধে এখন প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন। কিন্তু প্রতিদিন নতুন নতুন মাস্ক(Mask) পড়া সবার পক্ষে সম্ভব হয় না। ফলে পরিষ্কার করে একই মাস্ক(Mask) বারবার পরছেন অধিকাংশ মানুষ। তবে নির্দিষ্ট রীতি মেনে জীবাণুমুক্ত(Disinfectant) না করলে তা হতে পারে ভয়াবহ। উল্টো করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন তারা।মাস্ক

প্রতিদিন মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

যদি সার্জিক্যাল মাস্ক(Mask) ব্যবহার করেন তা ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ ও সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক(Mask) পরলেও নির্দিষ্ট রীতি মেনে তাদের পরিষ্কার করতে হবে।

আসুন জেনে নেই কীভাবে মাস্ক পরিষ্কার করবেন :
১. মুখ থেকে মাস্ক(Mask) খুলতে হবে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে। মাস্কে সরাসরি হাত দেওয়া যাবে না। এবার তা সাবান(Soap) পানিতে ভিজিয়ে কেচে নিন। তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।

২. ঝুলিয়ে রাখতে হবে মাস্কের ফিতে বা দড়ির অংশ ধরে। যাতে শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি(Dust) যেন না লাগে।

৩. এ ছাড়া পানি(Water) ফুটতে দিয়ে তাতে লবন দিন। এবার ওই লবন মেশানো গরম পানিতে মাস্ক(Mask) রেখে ফুটিয়ে নিতে পারেন। তাতেও সহজেই জীবাণুমুক্ত(Disinfectant) হবে মাস্ক। তবে এ ক্ষেত্রেও নিয়ম মেনে কড়া রোদে শুকাতে হবে মাস্ক(Mask)।

৪. শুকানোর পর মাস্ক ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি(Ironing) করে নিলেই ফের ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।

৫. কোনোভাবেই ভেজা মাস্ক(Mask) পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

Check Also

শরীরের তাপ

শরীরের তাপ কমায় যে ৮টি খাবার

শরীরের তাপ কমায় যে ৮টি খাবার। হিট অ্যালার্ট চলছে দেশজুড়ে। তীব্র গরমে পুড়ছে প্রকৃতি। দাবদাহের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *