Home / ত্বকের যত্ন / আমার ত্বকের মেছতা দূর হলো যেভাবে

আমার ত্বকের মেছতা দূর হলো যেভাবে

মুখের ত্বকে (skin) মেছতা এখন সচারাচর সব যায়গায় দেখা যায়। বলা যায় এটা একটি কমন সমস্যা। এই লালচে দাগ (spot) ত্বকে একবার এলে তা দূর করতে অনেক কষ্ট হয়। অনেক সময় অনেকের ত্বকে (skin) দীর্ঘস্থায়ী হয়ে যায়। ত্বকের সৌন্দর্য হারাতে বসে এই কারনে।মেছতা

আমার ত্বকের মেছতা দূর হলো যেভাবে

২০-২৫ বছর বয়সের পর মেয়েদের বিশেষ করে বিবাহিত মহিলাদের যাদের বাচ্চা হয়েছে, যারা পিল(Pill) ব্যবহার করেন, তাদের এই হরমোনের কারণে মুখের দুই পাশের গালে খয়েরি রঙের, বাদামি রঙের দাগ (spot) দেখা যায়।

মেসতার চিকিৎসা কি?
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পুরো ভালো হয় না। কিছু না কিছু রয়ে যায়। ২০ ভাগ, ৩০ ভাগ থেকেই যায়।

মেসতা হলে করণীয় কী?
মেছতা(Mesta) হলে খুব একটা করনীয় কিছু নেই। রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন, যাতে এটি আর না বারে। অন্য কিছু ব্যবহার করলে ত্বকের (skin) আরও ক্ষতি হতে পারে। তাই এটা না করাই ভালো। স্টেরয়েড বেশিদিন ব্যবহার করলে মুখের ত্বক (skin) নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা পরামর্শ দিই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সে যেন ওষুধটি ব্যবহার করে।

জিসকা কোম্পানির মেলাট্রিন ক্রিম(Melatrin cream) লাগালে মেছতা ভালো হয়!

Check Also

মুখ

অতিরিক্ত মুখ ঘামলে যা করবেন

শরীর ততটা না ঘামলেও অতিরিক্ত মুখ ঘামার সমস্যায় অনেকেই ভোগেন। আর রোদে বের হলে তো ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *