Home / বিউটি টিপস / হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

আমাদের হাত-পা সুন্দর হলেও অনেক সময় হাত-পায়ের আঙ্গুলের জয়েন্ট অর্থাৎ আঙ্গুলের গিরা কালো থাকে। যার কারণে হাত-পায়ের সৌন্দর্য ঠিক মত ফোটে ওঠে না। তাই, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতের আঙ্গুলের জয়েন্টের কালো দাগ(Black spot) বা কালচে ভাব দূর করার জন্য অত্যন্ত ইফেক্টিভ একটি রেমেডি। এই রেমেড়িটি হাত-পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করার চমৎকার একটি ঘরোয়া উপায়। এই রেমেড়িটি এক সপ্তাহ ব্যবহার করলে আঙ্গুলের কালো দাগ(Black spot) দূর হয়ে হাতের সৌন্দর্য ফুটে উঠবে।কালো দাগ

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়টি ব্যবহারের নিয়মঃ
এই রেমেড়িটিকে তিনটি স্টেপে ভাগ করে এপ্লাই করতে হবে।

স্টেপ-১: স্ক্রাবিং
স্টেপ-২: সকিং (Soaking)
স্টেপ-৩: ময়শ্চারাইজিং

স্টেপ-১: স্ক্রাবিংঃ

প্রয়োজনীয় উপাদানঃ বেকিং সোডা – ২ চামচ, লেবুর টুকরো – ২ টি।

ধাপঃ
একটি পরিষ্কার বাটিতে বেকিং সোডা(Baking soda) নিন ।
এরপর লেবুর টুকরোতে বেকিং সোডা লাগিয়ে নিন। সোডা লাগিয়ে লেবুর টুকরো চেপে রস বের করতে হবে।
বেকিং সোডা লাগিয়ে চেপে রস বের করলে এক প্রকার বুদবুদ তৈরি হবে। যতক্ষণ বুদবুদ বের না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ।
বুদবুদ বের হয়ে এলে লেবুর টুকরো নিয়ে হাত-পায়ের আঙ্গুলের গিরায় গিরায় অর্থাৎ আঙ্গুলের যেখানে কালো দাগ আছে সেখানে ম্যাসাজ করুন ।
লেবুর টুকরো নিয়ে ৫ মিনিট পর্যন্ত ম্যাসাজ(Massage) করে ঠান্ডা পানিতে হাত-পা ধুয়ে ভালোভাবে মুছে নিন ।

স্টেপ-২: সকিং (Soaking)ঃ

প্রয়োজনীয় উপাদানঃ দুধ – ২ কাপ, কটন বা রুই – প্রয়োজনমত।

ধাপঃ
একটি বাটিতে ২ কাপ দুধ(Milk) নিন।
এরপর এই অল্প অল্প দুধ নিয়ে আঙ্গুলের জয়েন্টে জয়েন্টে ৫মিনিট ম্যাসাজ(Massage) করতে হবে।
৫মিনিট ম্যাসাজ করার পর কটন বা রুইকে ছোট ছোট করে আলাদা করে নিতে হবে।
এরপর কটনগুলো দুধের মধ্যে ডুবিয়ে আঙ্গুলের জয়েন্টের উপর দিয়ে১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুণ।
১৫ থেকে ২০ মিনিটের মধ্যে রুই যদি শুকিয়ে আসে তাহলে দুধ দিয়ে ভিজিয়ে দিবেন । ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে রুইয়ের উপর বার বার দুধ(Milk) দিতে থাকবেন। রুই একেবারে শুকিয়ে যেতে দিবেন না।
২০ মিনিট পর কটন তুলে ফেলে টিস্যুর সাহায্যে হাত-পা মুছে নিতে হবে।

স্টেপ-৩: ময়শ্চারাইজিংঃ

প্রয়োজনীয় উপাদানঃ ময়শ্চারাইজিং ক্রিম- নিজেদের ব্যবহার ক্রিম(Cream) অথবা, এলোভেরা জেল – পরিমাণ মত।

ধাপঃ
আপনারা এবার হা-পায়ে ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিন।

আর ময়শ্চারাইজিং ক্রিম না থাকলে এলোভেরা জেল(Aloe vera gel) লাগিয়ে নিতে পারবেন।

হাত পায়ের কালো দাগ দূর হওয়ার কারণঃ

বেকিং সোডাঃ বেকিং সোডাতে আছে ইমপ্লেমেটরি প্রোপার্টি যা ত্বককে(Skin) ফর্সা করতে সাহায্য করে।

লেবুঃ লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচ রয়েছে যা সবধরণের দাগকে অনায়াসে দূর করে ত্বককে অতি মাত্রাই উজ্জ্বল ও ফর্সা করে তুলার জন্য পারদর্শী। এছাড়াও লেবুর মধ্যে ভিটামিন সি ও সাইট্রিক এসিড(Citric acid) পাওয়া যায় যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলে ।

দুধঃ দুধের মধ্যে ল্যাকটিক এসিড আছে যা আমাদের ত্বক(Skin) হতে কালো দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। যেহেতু এই রেমেড়িটিতে ব্যবহার করা সবগুলো উপাদানের মধ্যে ত্বকের কালো দাগ(Black spot) দূর করার ক্ষমতা রয়েছে তাই এই রেমেড়িটি ব্যবহার করলে হাত-পায়ের কালো দাগ খুব সহজেই দূর যাবে।

বন্ধুরা, এই রেমেড়িটি হাত-পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করার জন্য কতটা ইফেক্টিভ তা আপনারা এটি ব্যবহার করলেই বুঝতে পারবে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

মেকআপ

দ্রুত মেকআপ করার ৮টি সহজ পদ্ধতি

রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত। এরপর আসে ঈদ। আর সেখানে কর্মব্যস্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *