Home / রান্না ঘর / চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি শিখে নিন

চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি শিখে নিন

মুখরোচক ক্যাসুনাট সালাদ খেতে পছন্দ করেন অনেকেই। রেস্টুরেন্টে এই সালাদ (Salad) খেতে গেলে গুনতে হয় অনেকগুলো টাকা। আবার তাতে পরিমাণও থাকে কম। মন ভরে খাওয়া হয় না। সেইসঙ্গে স্বাস্থ্যকর কি না সেই সন্দেহ তো থেকেই যায়। এর বদলে বরং ঘরেই তৈরি করে নিতে পারেন। তাতে খরচ তো বাঁচবেই, হবে স্বাস্থ্যকরও। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি-চিকেন ক্যাসুনাট সালাদ

চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি শিখে নিন

তৈরি করতে যা লাগবে

১। হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ
২। চিংড়ি- আধা কাপ
৩। কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
৪। লবণ- স্বাদ মতো
৫। রসুন (Garlic) বাটা- আধা চা চামচ
৬। আদা বাটা- আধা চা চামচ
৭। পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ
৮। ডিম- ১টি
৯। তেল- পরিমাণমতো
১০। কাজুবাদাম- আধা কাপ
১১। চিলি সস- আধা কাপ
১২। টমেটোর সস- আধা কাপ
১৩। সয়া সস (Soy sauce)- ১ টেবিল চামচ
১৪। ভিনেগার- আধা চা চামচ
১৫। সিসিমি অয়েল- আধা চা চামচ
১৬। গোলমরিচের গুঁড়া- স্বাদমতো
১৭। চিনি- সামান্য
১৮। সবজি (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম)- ১ কাপ
১৯। কাঁচা মরিচ- স্বাদমতো
২০। ধনিয়া পাতা- আধা কাপ
২১। লেবুর রস (Lemon juice)- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
মুরগি, চিংড়ি, কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা (ginger) বাটা, পাপরিকার গুঁড়া ও ডিম একসঙ্গে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রাখুন।

সালাদ পরিবেশনের পাত্রে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার (Vinegar), সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি ও সবজি দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে তাতে ভেজে রাখা মুরগি, চিংড়ি (Shrimp), কাজুবাদাম দিয়ে মাখিয়ে নিন। লেবুর রস দিয়ে দিন। এই সালাদ ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। এটি এমনি খেলেও ভালো লাগে।

আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।

Check Also

লাচ্ছা সেমাই

ঈদে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরির রেসিপি শিখে নিন

ঈদের সকালে মিষ্টিমুখ না করলে ঈদ আনন্দ উপভোগ্য হয় না। আর বিভিন্ন সেমাইয়ের মধ্যে লাচ্ছা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *