Home / চুলের যত্ন / চুল পড়া কমছে না, সমাধান আছে হাতের কাছেই

চুল পড়া কমছে না, সমাধান আছে হাতের কাছেই

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো চুল পড়া(Hair fall) কমানোর একটি ঘরোয়া উপায় সম্পর্কে। চুল পড়া(Hair fall) একবার শুরু হলে আর যেন থামতেই চায় না। পড়তেই থাকে। অনেক সময় চুলের গোড়া দূর্বল হয়ে গেলে চুল(Hair) আচড়ালেও চুল পড়তে থাকে। কম বেশি সবাই এই সমস্যার সম্মুখিন হতে হয়। আজ এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে। আসুন দেখে নেই কিভাবে কমাবেন হেয়ারফল।চুল পড়া

চুল পড়া কমছে না, সমাধান আছে হাতের কাছেই

যা যা লাগবে – মেহে‌দিপাতা, নিম পাতা, সরিষার তেল(Mustard oil), মেথি(১০ টাকার), শুকনো আমলকি(১০টাকার)।

কার্যপদ্ধ‌তি: মেহেদি পাতা ও নিম পাতা ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। তেল(Oil) হাল্কা গরম করে তাতে পাতা গুলো দিয়ে ঢেকে রাখুন।চুলার জাল কমিয়ে বন্ধ করে দিন। ১৫-২০ মিনিট পর খুলে দেখবেন পাতা গুলো সেদ্ধ হয়ে গেছে। কাপড়ে পেচিয়ে চিপে নিন। ব্যাস তারপর বোতল এ ভরে নিন আর তাতে আমল‌কি(Amalaki) আর মেথি গুলো ভরে রেখে দিন।

এই প্যাক সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন, টানা ২ সপ্তাহ ব্যবহার করলে ফলাফল দেখতে পারবেন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

চুল

গরমে চুল ভালো রাখার সহজ ৪টি উপায়

ঘরে-বাইরে সবখানেই রোদের তাপ। সঙ্গে আছে ধুলাবালুও। আবহাওয়ার এই চরম অবস্থার প্রভাব পড়ছে আমাদের চুলে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *