Home / চুলের যত্ন / জেনে নিন গরমে চুলের যত্ন নেবেন যেভাবে

জেনে নিন গরমে চুলের যত্ন নেবেন যেভাবে

বাইরে এখন প্রচণ্ড গরম৷ এ সময় কমবেশি সবাইকে চুল(Hair) নিয়ে ভোগান্তি পোহাতে হয়৷ লম্বা বা ছোট—চুল যেমনই হোক, এই আবহাওয়ায় চাই চুলের বিশেষ যত্ন৷ বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞ শারমীন কচি তেমনটাই জানালেন৷ চুলের ধরন অনুযায়ী কোন চুলের যত্ন(Hair care) কেমন হবে, তা নিয়ে বিস্তারিত জানালেন তিনি৷ শুষ্ক চুলের জন্য গরমে শুষ্ক চুল আরও শুষ্ক হয়ে পড়ে৷ এ জন্য নিয়মিত যত্নের প্রয়োজন৷ যেমন সপ্তাহে দুদিন যেকোনো তেল ভালো করে গরম করে চুলে ম্যাসাজ করুন৷ এর মধ্যে একটু পেঁয়াজের রস(Onion juice) মিশিয়ে নিলে আরও ভালো হয়৷চুলের যত্ন

জেনে নিন গরমে চুলের যত্ন নেবেন যেভাবে

পেঁয়াজের রস চুল(Hair) নরম রাখতে সাহায্য করে৷ এই ম্যাসাজ নেওয়া যায় রাতে ঘুমানোর আগে৷ তেল ম্যাসাজের পর একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চুলে ২০ মিনিট পেঁচিয়ে রাখুন৷ তা ছাড়া এ সময় এক কাপ টক দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ মধু(Honey) মিশিয়ে লাগাতে পারেন চুলে৷ তারপর বড় দাঁতের চিরুনি দিয়ে চুলগুলো ১০ মিনিট ধরে আঁচড়ে নিন৷ এবার চুলে কাঁকড়া ক্লিপ পেঁচিয়ে আটকে রাখুন৷ ২০ মিনিট পর শ্যাম্পু(Shampoo) দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন চুল পাবে অন্য চেহারা!

তৈলাক্ত চুলের জন্য এই আবহাওয়ায় তৈলাক্ত চুলে দেখা দেয় খুশকি(Dandruff)৷ গরমে চুলের গোড়া ঘেমে যাওয়ার কারণে এ সমস্যা হয়৷ তা ছাড়া তৈলাক্ত চুল(Oily hair) প্রচুর ময়লা টানে৷ এটাও গরমে খুশকি হওয়ার একটা কারণ৷ এ জন্য তিন চামচ লেবুর রসের সঙ্গে এক চা-চামচ তেল মিশিয়ে চুলের গোড়ায় ১০ মিনিট ম্যাসাজ করুন৷ সম্ভব হলে সপ্তাহে প্রতিদিন এই ম্যাসাজ নেওয়ার চেষ্টা করুন৷ ম্যাসাজ শেষে ভালো করে চুল ধুয়ে নিন৷ প্রতিদিন শ্যাম্পু না করলেও চলবে৷ লেবুব রস(Lemon juice) চুলের গোড়ার তৈলাক্ততা দূর করে৷ যে কারণে চুলের গোড়ায় ঘাম কম হয়৷

সাধারণ চুলের জন্য
চুলের ধরন যাঁদের সাধারণ, গরমে তাঁদেরই সবচেয়ে কম ঝামেলা পোহাতে হয়৷ তবে যাঁরা নিয়মিত বাইরে বের হন, তাঁদের জন্যও চাই বিশেষ যত্ন। চুল(Hair) স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায় রোদে ঘোরাফেরার কারণে। চুলের এই পোড়াভাব এড়াতে আধা কাপ চায়ের লিকারের সঙ্গে একটা ডিম(Egg) মিশিয়ে ব্যবহার করতে পারেন৷ এ ক্ষেত্রে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে৷ এই প্যাকটি চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন৷ এরপর শ্যাম্পু(Shampoo) করে নিন৷

লম্বা চুলের জন্য
যাঁদের চুল লম্বা, গরমে তাঁদের চুলে আগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। এ জন্য গোসলের পর প্রতিদিনই কন্ডিশনার(Conditioner) ব্যবহার করুন৷ এ ছাড়া শাওয়ার নেওয়ার পর ঠান্ডা বাতাসে চুল(Hair) শুকিয়ে নিন৷ বাইরে বের হতে হলে চুলে বেণি বা খোঁপা করে নিতে পারেন৷

ছোট চুলের জন্য
গরমে ছোট চুল বেশ আরাম দেয়৷ কিন্তু চুলে কোনো সমস্যা না দেখা দিলেও চুল ছোট হওয়ার কারণে ঘাড়ের ত্বকে এ সময় দেখা দেয় নানা সমস্যা৷ যেমন রোদে পুড়ে কালচে হয় ত্বক(Skin)৷ এ জন্য যাঁদের চুল ছোট, তাঁরা বাইরে বের হওয়ার আগে ঘাড়ে ওড়না বা স্কার্ফ পেঁচিয়ে নিতে পারেন৷ তা ছাড়া বাইরে থেকে ঘরে ফিরে ঘাড়ের ত্বকে হালকা বরফ ঘষে নিলে উপকার পাবেন৷

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

চুল

গরমে চুল ভালো রাখার সহজ ৪টি উপায়

ঘরে-বাইরে সবখানেই রোদের তাপ। সঙ্গে আছে ধুলাবালুও। আবহাওয়ার এই চরম অবস্থার প্রভাব পড়ছে আমাদের চুলে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *