Home / লাইফস্টাইল / রক্তচোষা ছারপোকা থেকে বাঁচতে যা করবেন

রক্তচোষা ছারপোকা থেকে বাঁচতে যা করবেন

ছারপোকা উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য পোষকের রক্ত(Blood) খেয়ে বেঁচে থাকে। বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা(Insects) সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। মশার মতো ছোট্ট কামড় বসিয়ে এরা স্থান ত্যাগ করে। তাই বলে যে দিনের বেলায় কামড়াবে না এমন না। চলুন জেনে নেই এ বিরক্তিকর ছারপোকার(Insects) হাত থেকে বাঁচতে করণীয়-ছারপোকা

রক্তচোষা ছারপোকা থেকে বাঁচতে যা করবেন

১১৩ ডিগ্রি তাপমাত্রাতে ছার‘পোকা মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা(Insects) আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন। ছার‘পোকা মরবেই!

ঘরের যে স্থানে ছার‘পোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন ল্যাভেন্ডার অয়েল(Lavender Oil) স্প্রে করলে ছার‘পোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

ছার‘পোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দুবার ন্যাপথলিন(Naphthalene) গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। ঘরে ছার‘পোকা হবে না।

ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছার‘পোকা সহজেই পালাবে।

আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছার‘পোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ই ছারপোকা(Insects) থাকলে সেগুলো মারা যাবে।

ছার‘পোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

ছারপোকা তাড়াতে অ্যালকোহল(Alcohol) ব্যবহার করতে পারেন। ছার‘পোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে করলে ছার‘পোকা মরে যাবে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

কষ্ট

ব্রেকআপের কষ্ট ভোলার সহজ উপায় জেনে নিন

প্রেমের শুরুটা দু’জন মিলে হলেও বিরহ একান্তই নিজের। ব্রেকআপ (Breakup) বা বিচ্ছেদের পরের বেদনাটুকু তাই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *