Home / চুলের যত্ন / অল্প খরচে চুল স্ট্রেট করার ঘরোয়া উপায়

অল্প খরচে চুল স্ট্রেট করার ঘরোয়া উপায়

ঝলমলে সুন্দর একগুচ্ছ স্ট্রেট চুলের(Straight hair) আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। খুব কম নারীই নিজের কোঁকড়ানো কিংবা ঢেউ খেলানো চুল(Hair) নিয়ে সন্তুষ্ট থাকেন। তাইতো চুল স্ট্রেটনিংয়ের জন্য পার্লারে নারীদের ভিড় থাকে চোকে পড়ার মতো। সেজন্য টাকাও কিন্তু খরচ করতে হয় কাড়ি কাড়ি। তারপর যে নিশ্চিন্ত, এমনও নয়। খুব নামী পার্লার না হলে সস্তা মানের কেমিকেল(Chemical) দিয়েই হয়তো কাজ চালিয়ে দেয়। যার প্রভাব পড়ে আপনার চুলে। চুল(Hair) রুক্ষ, ঝরে যাওয়া, ভেঙে যাওয়া, আগা ফাটাসহ আরো নানা সমস্যা দেখা দেয় তখন।চুল

অল্প খরচে চুল স্ট্রেট করার ঘরোয়া উপায়

আপনি যদি চান, তবে ঘরে বসেই খুব সহজে এবং খুবই অল্প খরচে চুল করতে পারেন ঝলমলে আর স্ট্রেট। এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তবে আজই জেনে নিন আর সুযোগ বুঝে কাজে লাগান-

যা লাগবে:
২ চামচ কর্ণফ্লাওয়ার, ২ চামচ লেবুর রস(Lemon juice), ১০০ মিলিলিটার পানি, ৬ চামচ অ্যালোভেরা জেল, ২ কাপ নারিকেল কোড়ানো, ২ চামচ ক্যাস্টর অয়েল।

হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার:
২ কাপ কোড়ানো নারিকেল, ১০০ মিলিলিটার পানি এবং ৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল(Aloe vera gel) দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করে পাতলা কাপড়ে মিশ্রণটা বেঁধে একটি পাত্রের উপর রেখে নিংড়ে নিন। অ্যালোভেরা জেল মেশানো নারিকেলের দুধ(Coconut milk) পেয়ে যাবেন। অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার আর ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল(Castor oil) ভালো করে মিশিয়ে করে নিন।

এবার সামান্য আঁচে কোনো ননস্টিক পাত্রে নারিকেলের দুধ আর পরে বানানো কর্নফ্লাওয়ার, লেবুর রস(Lemon juice) আর ক্যাস্টর অয়েলের মিশ্রণটি ঢেলে ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ থেকে নামিয়ে অন্তত আধা ঘণ্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।

এবার পুরো মাথার চুল কয়েক ভাগে ভাগ করে চুলের গোঁড়া থেকে মাথায় ভালো করে মিশ্রণটি মেখে নিন। এবার ঘণ্টা দেড়েক এভাবেই রেখে দিন। কারণ মিশ্রণটি যত সময় রাখতে পারবেন, তত ভালো ফল পাবেন। এই অবস্থায় চুল(Hair) ভুলেও বাঁধবেন না। চিরুনি দিয়ে সোজা করে আঁচড়ে নিয়ে বসে থাকুন।

ঘণ্টা দেড়েক আপনার নিয়মিত ব্যবহারের শ্যাম্পু(Shampoo) দিয়ে চুল ধুয়ে নিন। ড্রায়ারে নয়, সম্ভব হলে স্বাভাবিকভাবে চুল শুকিয়ে আঁচড়ে নিন। দেখবেন আপনার চুল(Hair) অনেকটাই সোজা এবং ঝলমলে হয়ে গিয়েছে। ভালো ফল পেতে এই হেয়ার প্যাকটি প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

চুল পড়া

চুল পড়া নিয়ন্ত্রণে ঘরোয়া ৭টি উপায় জেনে নিন

চুল পড়া নিয়ন্ত্রণে ঘরোয়া ৭টি উপায়। মাত্রাতিরিক্ত চুল পড়লে প্রাকৃতিক উপাদানের সাহায্যে যত্ন নিতে পারেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *