Home / বিউটি টিপস / গরমে ব্রণ কমাতে ব্যবহার করুন বরফ

গরমে ব্রণ কমাতে ব্যবহার করুন বরফ

গরমে ত্বকের যত্নে(Skin care) ব্যবহার করতে পারেন বরফ(Ice)। ত্বকের ফুসকুড়ি, সানবার্ন কমাতে এবং ত্বকে রক্ত(Blood) চলাচল বরফ খুবই উপকারী।ব্রণ

গরমে ব্রণ কমাতে ব্যবহার করুন বরফ

আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন-

ব্রণ ও ফুসকুড়ির প্রতিকার
গ্ল্যান্ডের থেকে অতিরিক্ত তেল বেরোনোর কারণে ত্বকে ব্রণ(Acne) হয়। বরফ দিয়ে সম্পূর্ণভাবে ফুসকুড়ি ঠিক হবে না; কিন্তু ব্রণ রোধ করতে সাহায্য করে। তবে এই বরফ(Ice) ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ত্বক(Skin) সংবেদনশীল হলে আইস ম্যাসাজ ব্যাকটেরিয়াল কর্ম বৃদ্ধি করতে পারে।

ব্যবহার
প্রথমে মুখ(Face) ধুয়ে সুখিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে আইসকিউব রেখে কাপড়টি ১ মিনিটের জন্য ফুসকুড়ির ওপরে রাখবেন। ৫ মিনিট পর এ প্রক্রিয়া আবার করবেন।

ত্বকের তৈলাক্ত ভাব কমায়
ত্বকের তৈলাক্ত ভাব কমাতে বরফ(Ice) ব্যবহার করতে পারেন। বরফ ব্যবহারে আপনি পাবেন তাজা ও তেলমুক্ত ত্বক(Skin)।

ব্যবহার
মুখ ধোয়ার পর পাতলা কাপড়ের মধ্যে বরফ(Ice)। রেখে মুখে মৃদুভাবে ঘষবেন। তেল ভাব কমলে সামান্য ময়েশ্চারাইজার(Moisturizer) ব্যবহার করুন।

Check Also

মেকআপ

দ্রুত মেকআপ করার ৮টি সহজ পদ্ধতি

রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত। এরপর আসে ঈদ। আর সেখানে কর্মব্যস্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *