Home / স্বাস্থ্য টিপস / এই উপায়ে টনসিল ইনফেকশন সারবে মাত্র তিন দিনে

এই উপায়ে টনসিল ইনফেকশন সারবে মাত্র তিন দিনে

টনসিলের সমস্যায় অনেকেই ভুগে থাকেন! এক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয় হলো যখন চিকিৎসক অস্ত্রোপচার করতে বলে।
তবে জানেন কি? এই বিষয়ে সচেতন থাকলে প্রথম অবস্থাতেই টনসিল(Tonsil) সংক্রমণ সারিয়ে তোলা সম্ভব। ওষুধেরও প্রয়োজন নেই, মাত্র তিনটি ঘরোয়া উপায়েই টনসিলের ব্যথা দূর করতে পারবেন-টনসিল

এই উপায়ে টনসিল ইনফেকশন সারবে মাত্র তিন দিনে

১. লবণ পানির ম্যাজিক
হালকা গরম পানিতে লবণ(Salt) মিশিয়ে তিন থেকে চার বার করে অন্তত তিন দিন গার্গেল করুন।

২. নারকেল তেল, লেবু ও মধুর মিশ্রণ
একটি পাত্রে এক্সট্রা ভার্জিন নারকেল তেল, লেবুর রস(Lemon juice) ও মধু মিশিয়ে হালকা আঁচে গরম করুন। গরম হলে মিশ্রণটি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রেখে ঠাণ্ডা করুন। এবার এই মিশ্রণটি একটি কাঁচের বোতলে সংরক্ষণ করুন। টনসিলের ইনফেকশন কমাতে এই সিরাপটি দারুণ কার্যকরী। প্রতিদিন এক টেবিল চামচ এই সিরাপ(Syrup) গরম পানিতে মিশিয়ে পান করুন অন্তত তিন বার।

৩. আদা, লেবু ও মধুর মিশ্রণ
এক কাপ গরম পানিতে আদা(Ginger) কুচি মিশিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। এরপর পানি ছেঁকে মধু ও লেবুর রস মিশিয়ে দিনে তিন বার পান করুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

ঠান্ডা পানি

এই গরমে ফ্রিজের ঠান্ডা পানি ভালো নাকি ক্ষতিকর

দেশজুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। একে তাপমাত্রা সহন ক্ষমতার বাইরে, তার সঙ্গে রয়েছে বাতাসের অত্যধিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *