Home / চুলের যত্ন / চুলের খুশকি তাড়াবে টক দই

চুলের খুশকি তাড়াবে টক দই

চুলের যত্নে ব্যবহার করতে পারেন টক দই(Sour yogurt)। দইয়ের জিংক, ভিটামিন ই(Vitamin E), প্রোটিন এবং ল্যাক্টিক অ্যাসিড চুল সুস্থ রাখে ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের চুলের যত্নে টকদইয়ের ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে।খুশকি

চুলের খুশকি তাড়াবে টক দই

খুশকি দূর করতে
টক দই ও মেথি মাথার ত্বকের খুশকি(Dandruff) দূর করতে সাহায্য করে। এ ছাড়া মেথি(Fenugreek) মাথার ত্বক সুস্থ রাখে এবং টকদইয়ের ফাঙ্গাশরোধী উপাদান খুশকি(Dandruff) দূর করে।

টকদইয়ের প্যাক

উপকরণ: মেথি গুঁড়া এক টেবিল চামচ, টকদই(Sour yogurt) চার থেকে পাঁচ টেবিল চামচ (চুলের ঘনত্ব অনুযায়ী) ও আর্গন বা জলপাইয়ের তেল(Olive oil) (ঐচ্ছিক)।

যেভাবে টকদইয়ের প্যাক তৈরি করবেন

সারারাত মেথির বীজ ভিজিয়ে রেখে সকালে গুঁড়া করে নিন। মেথির গুঁড়া(Fenugreek powder), দই ও তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে মেখে এক ঘণ্টা পর মৃদু শ্যাম্পু(Shampoo) দিয়ে ধুয়ে নিন।

এতে মাথার ত্বকে চুলকানি ও প্রদাহ কমাতে সহায়তা করবে।

Check Also

চুল

গরমে চুল ভালো রাখার সহজ ৪টি উপায়

ঘরে-বাইরে সবখানেই রোদের তাপ। সঙ্গে আছে ধুলাবালুও। আবহাওয়ার এই চরম অবস্থার প্রভাব পড়ছে আমাদের চুলে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *