Home / চুলের যত্ন / চুলের খুশকি তাড়াবে টক দই

চুলের খুশকি তাড়াবে টক দই

চুলের যত্নে ব্যবহার করতে পারেন টক দই(Sour yogurt)। দইয়ের জিংক, ভিটামিন ই(Vitamin E), প্রোটিন এবং ল্যাক্টিক অ্যাসিড চুল সুস্থ রাখে ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের চুলের যত্নে টকদইয়ের ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে।খুশকি

চুলের খুশকি তাড়াবে টক দই

খুশকি দূর করতে
টক দই ও মেথি মাথার ত্বকের খুশকি(Dandruff) দূর করতে সাহায্য করে। এ ছাড়া মেথি(Fenugreek) মাথার ত্বক সুস্থ রাখে এবং টকদইয়ের ফাঙ্গাশরোধী উপাদান খুশকি(Dandruff) দূর করে।

টকদইয়ের প্যাক

উপকরণ: মেথি গুঁড়া এক টেবিল চামচ, টকদই(Sour yogurt) চার থেকে পাঁচ টেবিল চামচ (চুলের ঘনত্ব অনুযায়ী) ও আর্গন বা জলপাইয়ের তেল(Olive oil) (ঐচ্ছিক)।

যেভাবে টকদইয়ের প্যাক তৈরি করবেন

সারারাত মেথির বীজ ভিজিয়ে রেখে সকালে গুঁড়া করে নিন। মেথির গুঁড়া(Fenugreek powder), দই ও তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে মেখে এক ঘণ্টা পর মৃদু শ্যাম্পু(Shampoo) দিয়ে ধুয়ে নিন।

এতে মাথার ত্বকে চুলকানি ও প্রদাহ কমাতে সহায়তা করবে।

Check Also

চুলের আগা ফাটা

চুলের আগা ফাটা দূর করার ঘরোয়া উপায় জেনে নিন

চুলের আগা ফাটার সমস্যা দূর করার জন্য বেশিরভাগই চুল (Hair) কেটে ফেলেন। সাধারণত নারীর চুল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *