Home / বিউটি টিপস / মাত্র তিন মিনিটে হাত পা ফর্সা করার কার্যকরী উপায়

মাত্র তিন মিনিটে হাত পা ফর্সা করার কার্যকরী উপায়

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো মাত্র তিন মিনিটে হাত পা ফর্সা(Fair) করার কার্যকরী উপায় সম্পর্কে। গায়ের রং চাপা হলে তা নিয়ে মন খারাপ করেন অনেকেই। আরেকটু উজ্জ্বল ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাদের। আবার জন্মগতভাবে ফর্সা ত্বক(Fair skin) পেয়েও ধুলা-বালি আর রোদের কারণে তা হারাতে বসেন অনেকেই।হাত পা

মাত্র তিন মিনিটে হাত পা ফর্সা করার কার্যকরী উপায়

তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে তখন নানারকম ক্রিম(Cream) ব্যবহার করে থাকেন। তবে সেসব ক্রিম কেমিক্যালযুক্ত হওয়ার কারণে তা ত্বকের জন্য সবসময় উপকারী নাও হতে পারে। তাই ফর্সা হাত-পা পেতে মেনে চলতে পারেন এই উপায়গুলো-

> বেসন, হলুদের গুঁড়া(Turmeric powder) দুধের সঙ্গে মিশিয়ে হাতে,পায়ে ও গায়ে মাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। গোসলের আগে এই প্যাকটি লাগানোর চেষ্টা করুন।

> চন্দন এক চা চামচ, মুলতানি মাটি এক চা চামচ, মধু(Honey) এক চা চামচ, হলুদ বাটা এক চা চামচ, এক চামচ গুঁড়া দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান।

> লেবুর রস(Lemon juice) এক চা চামচ, শসার রস এক চা চামচ, হলুদ গুঁড়া এক চিমটি মিশিয়ে প্যাকটি হাতে পায়ে লাগান। পুরো শরীরে দিতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে হবে।

> বাদামের তেল এক টেবিল চামচ, অ্যালোভেরা জেল(Aloe vera gel) এক চা চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন। হাত, পা ফর্সা হবে।

> গোসলের পর সারা শরীরে ভ্যাসলিন(Vaseline) বা ভারি ক্রিম লাগাবেন। গোসলের সময় স্ক্রাব দিয়ে পুরো শরীর ঘষবেন। নিভিয়া, ভ্যাসলিনের বডি হোয়াইটিনিং ব্যবহারে কার্যকারী ফলাফল পেতে পারেন।

> এক কাপ ঠাণ্ডা চায়ের লিকারের সঙ্গে দুই টেবিল চামচ ময়দা ও আধা চা চামচ মধু(Honey) মিশিয়ে হাতে,পায়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধোয়ার সময় একটু সার্কুলার মুভমেন্টে ঘষবেন।

> শশার রস, গোলাপজল ও গ্লিসারিন(Glycerin) মিশিয়ে হাতে পায়ে মাখবেন। কালচে দাগ কমানোর এটি একটি অন্যতম সহজ উপায়।

> গ্লিসারিনের সঙ্গে লেবুর রস(Lemon juice) মিশিয়ে একটি শিশিতে ভরে রাখুন। প্রতিদিন ঘুম থেকে ওঠে মুখ ধোয়ার পর হাতে ও পায়ে ম্যাসাজ করুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

মেকআপ

দ্রুত মেকআপ করার ৮টি সহজ পদ্ধতি

রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত। এরপর আসে ঈদ। আর সেখানে কর্মব্যস্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *