Home / বিউটি টিপস / মুখের অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ উপায় জেনে নিন

মুখের অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ উপায় জেনে নিন

মুখ সুন্দর ও পরিষ্কার দেখাতে অবাঞ্ছিত লোম (Unwanted hair) অপসারণ করা ভালো পন্থা। যদিও মুখে লোম থাকা কোনো সমস্যার বিষয় নয়। তবে অনেকেই নিয়মিত মুখের লোম তুলে ফেলেন। এতে মুখ দেখতে পরিষ্কার লাগে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মুখের লোম তোলার সহজ ও নিরাপদ কয়েকটি উপায় সম্পর্কে জানান হল।মুখের অবাঞ্ছিত লোম

মুখের অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ উপায় জেনে নিন

টুইজার ব্যবহার: অনেকেই টুইজার বা চিমটা ব্যবহার করতে ভয় পান। তবে মুখ ও ভ্রুয়ের চারপাশের অবাঞ্ছিত লোম তুলতে টুইজার (Tweezer) নিরাপদ। বিশেষত, যারা নিজে নিজের লোম তুলে থাকেন তাদের জন্য এটা সহজ ও নিরাপদ উপায়।

থ্রেডিং: টুইজার ব্যবহার নিখুঁত মনে না হলে ‘থ্রেডিং’ বেছে নিতে পারেন। এতে খানিকটা ব্যথা পেলেও লোম তোলার ক্ষেত্রে এটা ভারতের বেশ পুরানো ও প্রচলিত। ‘থ্রেডিং’ অভজ্ঞ ও দক্ষ ব্যক্তির কাছে করা প্রয়োজন। এবং থ্রেড করা হয়ে গেলে ত্বকে বরফ (Ice) ব্যবহার করুন, আরাম পাবেন।

ওয়াক্স করা: মুখে খুব বেশি লোম থাকলে ও এর পুরুত্ব বেশি হলে ওয়াক্সিং করা কার্যকর। মুখ ওয়াক্সিং করতে অবশ্যই প্রচণ্ড ব্যথা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। বর্তমানে ‘ওয়াক্সিং স্ট্রিপ’ পাওয়া যায়। এর ফলে গরম তরলের ওয়াক্স (Wax) মুখে ব্যবহারের প্রয়োজন হয় না। ঘরোয়া তাপমাত্রায় এটাই মুখে ওয়াক্স করার সহজ ও নিরাপদ উপায়।

স্থায়ী ফলাফলের জন্য লেজার ব্যবহার
নিয়মিত মুখের লোম তুলে যদি বিরক্ত হয়ে যান তাহলে স্থায়ী ফলাফলের জন্য লেজার ব্যবহার করতে পারেন। এটা এক কালীন খরচের মাধ্যমে দীর্ঘদিনের জন্য সমস্যা থেকে দূরে রাখতে সহায়তা করে। লেজার লোমের ফলিকল (Follicle) গোড়া থেকে নষ্ট করে দেয় এবং বৃদ্ধি প্রতিহত করে। তবে লেজার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।

Check Also

মেকআপ

ঈদে নিখুঁত মেকআপ লুক পেতে রইল ১০টি টিপস

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর ঈদকে ঘিরে মেকআপ (Makeup) নিয়ে মেয়েদের বেশ প্রস্তুতি থাকে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *