Home / স্বাস্থ্য টিপস / আমড়া খাওয়ার যত উপকারিতা

আমড়া খাওয়ার যত উপকারিতা

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো আমড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে। আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল(Fruit)। এতে প্রায় ৯০%-ই পানি, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন(Protein) থাকে। ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন-সি(Vitamin-C) পাওয়া যায় ২০ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, সামান্য ভিটামিন-বি, ক্যালসিয়াম(Calcium)৩৬ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম। আমড়ায় যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকে।আমড়া

আমড়া খাওয়ার যত উপকারিতা

একে তো বর্ষা তার উপরে আবার করোনাকাল। সেই সঙ্গে প্রচণ্ড গরম(Hot) তো রয়েছেই! এই সময় শরীরকে সুস্থ রাখা বড় এক চ্যালেঞ্জ। তবে মৌসুমী অসুখ থেকে এসময় মুক্তি পেতে ভরসা রাখুন আমড়ায়। বাজারে গেলেই এখন চোখে পড়বে জিভে জল আনা সবুজ রঙের আমড়া। এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি(Vitamin C)। যা বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে লড়তে পারে। পুষ্টি ও খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, আমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন(Iron), ক্যালসিয়াম আর আঁশ আছে। যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকারি। হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তেল ও চর্বিযুক্ত(Fatty) খাদ্য খাওয়ার পর আমড়া খেলে হজমে সহায়ক হবে।

ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদের তথ্য অনুযায়ী, আমড়া খেলে মুখে রুচি বাড়ে। আমড়ায় জলীয় অংশ রয়েছে ৮৩ দশমিক ২, খনিজ শূন্য দশমিক ৬, লৌহ শূন্য দশমিক ৩৯, আঁশ শূন্য দশমিক ১, চর্বি(Fat) শূন্য দশমিক ১, আমিষ ১ দশমিক ১, শর্করা ১৫, ক্যালসিয়াম(Calcium) শূন্য দশমিক ৫৫ শতাংশ।

আমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, লোহা, ক্যালসিয়াম(Calcium)আর আঁশ রয়েছে। হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচুর ভিটামিন সি থাকায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর মধ্যে ভিটামিন সি রক্ত(Blood) জমাট বাঁধতে সাহায্য করে। অসুস্থ ব্যক্তিরা আমড়া খেলে মুখের স্বাদ ফিরিয়ে আসে। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম(Calcium) রয়েছে। শিশুদের দৈহিক গঠনে এটি খুব দরকারি। রক্তস্বল্পতাও দূর করে।

এছাড়া মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়া(Bleeding), প্রচণ্ড ব্যথা হওয়া, খাবার খেতে অসুবিধা হওয়া, অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমড়ার ভূমিকা অনন্য। তাছাড়া আমড়ায় আরো অনেক গুণ রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে-

> কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন(Weight) কমাতে সাহায্য করে আমড়া।

> রক্তের কোলেস্টেরলের(Cholesterol) মাত্রা কমাতে সহায়তা করবে এই ফল।

> অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় আমড়া বার্ধক্যকে প্রতিহত করে ।

> আমড়ায় প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা(Anemia) দূর করতে বেশ কার্যকর ।

> আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায় ।

> বদহজম ও কোষ্টকাঠিন্য(Constipation) রোধে আমড়া উপকারী ।

> রক্ত(Blood) জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে ।

> ঠাণ্ডা-কাশি ও ইনফ্লুয়েঞ্জায় আমড়া অত্যন্ত উপকারী।

> হিমোগ্লোবিনের(Hemoglobin) মাত্রা ঠিক রাখে আমড়া।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

বীজ

যে ৬টি বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন

অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার হচ্ছে বীজ (Seed)। বিভিন্ন ধরনের বীজ ফাইবারের দারুণ উৎস। এছাড়াও ওমেগা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *