Home / স্বাস্থ্য টিপস / শীতকালে ভালো থাকার জন্য কিছু সহজ টিপস

শীতকালে ভালো থাকার জন্য কিছু সহজ টিপস

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো শীতকালে ভালো থাকার জন্য কিছু সহজ টিপস সম্পর্কে। শীতের মৌসুম(Season) প্রায় শুরু হতে চলেছে। শীত মানেই শুষ্কতা ও রুক্ষতা সময়। এই সময় ত্বক (হাঁট, পা ,ঠোঁট ) রুক্ষ হয়ে যায়, রোগ ব্যাধির প্রবণতা বাড়ে যেমন–শ্বাসকষ্ট, সর্দি(Cold), হাঁপানি,ভাইরাস -সংক্রান্ত রোগ। তাই প্রয়োজন বাড়তি সতর্কতার। কারণ স্বাস্থ্য(Health) ভালো না থাকলে কোন কাজে মন বসে না। শীতের ঋতুতে বেশী করে আমাদের সচেতন হতে হবে। তাই জেনে নিন, শীতকালে ভালো থাকার কিছু উপায়।শীতকালে

শীতকালে ভালো থাকার জন্য কিছু সহজ টিপস

শীতকালে ত্বক কীভাবে ভালো রাখা যায়ঃ
শীতের শুস্ক হাওয়ার দাপটে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। ত্বক(Skin) দেখতে লাগে অমসৃণ ও খসখসে। তাই এই শীতের মৌসুমে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। চলুন জেনে নিন শীতকালে ভালো থাকার উপায়-এ ত্বকের পরিচর্যা–

সবার প্রথমে ত্বকের আদ্রর্তা বজায় রাখাটা খুব দরকার তাই প্রচুর পরিমাণে জল(Water) খেতে হবে আর বারবার জলের ঝাপটা চোখেমুখে দিতে হবে। ঠাণ্ডার কারণে শীতে জল কম পরিমাণে খাওয়া হয়। এটা কিন্তু একদমই ঠিক নয়। প্রতিদিন ৪-৫ লিটার জল খাওয়া উচিত। তাতে ত্বকের আদ্রর্তা(Humidity) বজায় থাকে।
প্রতিদিন ঠাণ্ডা জলে স্নান করা করুন এতে ত্বকের তৈলক্ততা বজায় থাকবে। উষ্ণ -গরম জল আপনার শরীরে তৈলক্ত ভাব নষ্ট করে দেয়।
প্রতিদিন স্নানের আগে অলিভ অয়েল(Olive oil) ব্যবহার করুন।
স্নানের পরে ভালো করে ত্বকে মশ্চারাইজার ক্রীম লাগান।
রোদে বেড়ানোর ৩০ মিনিট আগে যে-কোনো সানস্ক্রিন(Sunscreen) ব্যবহার করুন।
ত্বক ভালো রাখতে পুষ্টিযুক্ত(Nutritious) খাবার খান। যেমন-সবুজ শাক সব্জি,মাছ,দুধ,ডিম ইত্যাদি।
বেশি করে টাটকা ফল খান। যেমন-আপেল,কমলালেবু, আনারস, পাকা পেঁপে ইত্যাদি।
ত্বকে টমেটো রস লাগালে খুব ভালো মশ্চারাইজার কাজ করে।
আনারস, আপেল, পেঁপে রস মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের জেল্লা দেয়।
ত্বকে আদ্রর্তা বজায় রাখতে অলিভ অয়েলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস(Lemon juice) মিশিয়ে লাগান।
কয়েক ফোঁটা মধুর রস অলিভ অয়েল এর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট(Lip) ফাটা কমবে তাছাড়াও আপনি ঠোঁটে জেল, ভেসলিন(Vaseline) ব্যাবহার করতে পারেন।
রাতে শোবার আগে হাতে-পায়ে ভালো করে মশ্চারাইজার ক্রীম লাগিয়ে নিন।

গরম পোশাকঃ
শীতে ঠাণ্ডা লাগার প্রবণতা বেশি থাকে। শীতে ভাইরাস সংক্রান্ত রোগ ( যেমন- সরদি,কাশি) থেকে দূরে থাকতে গরম পোশাক পরুন । গরম পোশাক পড়ার সাথে সাথে খেয়াল রাখবেন যাতে সেটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয় কারন অপরিচ্ছন্ন জামাকাপড়ে ভাইরাস(Virus) বেশি বাসা বাঁধে। বিশেষ করে শিশুদের সবসময় পরিষ্কার গরম পোশাক পড়িয়ে রাখার অভ্যাস করুন যাতে ঠাণ্ডা না লাগে। শীতে ভালো থাকার উপায়-এ গরম পোশাকের অবদান অপরিহার্য।

পর্যাপ্ত পরিমাণে জল পান করুনঃ
যখন আমরা শীতে ভালো থাকার উপায় বিষয়টি আলোচনা করি, তখন পর্যাপ্ত পরিমাণ জল(Water) পান করার কথা এড়িয়ে যেতে পারি না। জল আমাদের শরীরে মিনারেল এর কাজ করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আমাদের শরীর ড্রি-হাইড্রেড হয় না। প্রতিদিন অন্তত ৯-১০ গ্লাস জল পান করুন।

পুষ্টিকরযুক্ত খাবার খানঃ
শীতে ভালো থাকতে হলে পুষ্টিযুক্ত(Nutritious) খাবার খেতে হবে। শীতে ভালো থাকার উপায়–এ পুষ্টিযুক্ত খাবারের কিছু নমুনা-

নাস্তা ও দুপুরের খাবারের মাঝখানে ডাবের জল খান। ডাবের জল ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।
লেবু, কমলালেবু, পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন–সি(Vitamin-C) থাকে। এই সমস্ত ভিটামিনযুক্ত ফল খান।
টাটকা সব্জিতে ( যেমন– ফুলকপি, মটরশুঁটি, গাজর, ক্যাপ্সিকাম ) রয়েছে বায়োটিন যা চুল ও ত্বক(Skin) ভালো রাখে,শুষ্কতার হাত থেকে বাঁচায়।
শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও খসখসে তাই বেশি করে বাদাম(Nut), মাছ, বাটার খান কারন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা রুক্ষতা দূর করে।

শীতে ভালো থাকার উপায়-এ সাধারন কিছু টিপস রইল আপনাদের জন্য

সকালে তাড়াতাড়ি ঘুম(Sleep) থেকে উঠুন।
প্রতিদিন ব্যায়ম(Exercise) করুন।
প্রচুর পরিমাণে জল পান করুন।
শীতে রোজ ঠাণ্ডা জল দিয়ে স্নান করার অভ্যাস গড়ে তুলুন।
পরিষ্কারপরিচ্ছন্ন গরম পোশাক পরুন।
ত্বকে অয়েল বা ক্রিম(Cream) ব্যাবহার করুন।
টাটকা ফল ও সবজী খান।
ত্বকে জলের অভাব হতে দেবেন না।
গা,হাত, পায়ে তেল মাখুন।
সময় মতো খাবার খান।
রাতে কম্বল- তোষক ব্যবহার করুন।
রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস(Habit) করুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

হার্ট অ্যাটাকের ঝুঁকি

গরমে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ে?

শুধু শীত নয়, গরমেও বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি (Heart attack risk)। বিশেষ করে আপনার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *